জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- বাম নেতা কর্মীরা চুরিবিদ্যা যেন কখনোই ছাড়তে পারবে না । এমনই এক ছবি উঠে আসলো তেলিয়ামুড়া শহর থেকে । ভোর রাতে তেলিয়ামুড়ার একটি অনলাইন সংস্থা “FLIPKART” অফিস থেকে ১১ লাখ টাকা ও ৬ টি মোবাইল নিয়ে চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক হলো তেলিয়ামুড়ার “CPIM” বিভাগীয় কমিটির সম্পাদক নিরঞ্জন দেবনাথ । উল্লেখ্য, ২৫ বছরের বাম জামানার “CPIM”র বাম নেতা কর্মীরা সাধারণ জনগণের আস্থা হাড়িয়ে ক্ষমতাহীন হয়ে পড়লেও দীর্ঘদিনের নীতি চুরি-বিদ্যা কৌশল আজও যেন ছাড়তে পারে নি । এইবার বিশাল পরিমাণ অর্থ প্রায় আনুমানিক ১১ লাখ টাকা ও ৬ টি “ANDROID” মোবাইল ফোন নিয়ে চুরি করে পালানোর মুহূর্তেই সাধারণ জনগণের হাতে নাতে ধরা পড়লো তেলিয়ামুড়ার বাম যুব সংগঠনের এক নেতা তথা তেলিয়ামুড়ার “CPIM” বিভাগীয় কমিটির প্রাক্তন সম্পাদক নিরঞ্জন দেবনাথ । চাঞ্চল্যকর এই জঘন্যতম ঘটনাটি ঘটেছে, আজ রবিবার ভোর রাত আনুমানিক ৪ টা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন তথা তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠ কালিটিলা এলাকায় । ঘটনার বিবরণে জানা যায়, ২০১৮ বিধানসভা নির্বাচনে রাজ্যে পালা বদলের পর তেলিয়ামুড়ার একাংশ বাম কর্মী বিভিন্ন পাবলিক ও অনলাইন সংস্থা “FLIPKART”র অফিসে নিয়োজিত হয় । উল্লেখ্য, তেলিয়ামুড়ার “CPIM” বিভাগীয় কমিটির প্রাক্তন সম্পাদক নিরঞ্জন দেবনাথও কর্মরত ছিলেন তেলিয়ামুড়ার একটি অন্যতম অনলাইন সংস্থা “FLIPKART” অফিসে । আর দীর্ঘ ৩ বছর ধরে এই “FLIPKART” অফিসে কাজ করতে করতে বাম নেতা নিরঞ্জন দেবনাথ এতো এতো টাকার মোহে অন্ধ হয়ে যায় বলা চলে । আর এই টাকার মোহে অন্ধ হয়েই আজ ভোর রাতে অন্যতম অনলাইন সংস্থা “FLIPKART” র অফিসে ঢুকে টাকা চুরি করতে গিয়ে নিজের ভাগ্যের কাছেই হেরে যায় । জানা যায়, এই বাম নেতা নিরঞ্জন দেবনাথের বাড়ি তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর এলাকায় । উল্লেখ্য, একসময় বাম নেতা নিরঞ্জন দেবনাথ বাম যুব ছাত্র সংগঠনের বিভাগীয় সম্পাদকের দায়িত্ব পালন করলেও, কিন্তু বর্তমানে সে একজন “ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন”র তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির অন্যতম সদস্য হিসেবে মাঠ-ঘাট-রাস্তা একপ্রকার দাপিয়ে বেড়াচ্ছেন । ঘটনার বিবরণে জানা যায়, আজ রবিবার ভোর রাত পর্যন্ত তেলিয়ামুড়ার অনলাইন সংস্থা “FLIPKART” অফিসটির মধ্যে নাইট ডিউটিতে কর্মরত ছিলেন এই বাম নেতা বাবু নিরঞ্জন দেবনাথ । তবে গভীর রাতের কোন এক সময় বাম নেতা কর্মী নিরঞ্জন দেবনাথ তেলিয়ামুড়ার ইনস্টা-কার্ড অনলাইন সংস্থা “FLIPKART”র কার্যালয়ের ভিতরে গিয়ে সমস্ত “CC TV”র ভিডিও কানেকশন গুলোকে যন্ত্রাংশ দিয়ে কেটে বৈদ্যুতিক লাইন ছিন্ন করে ও কাটার দিয়ে বিশাল পরিমাণ অর্থ মজবুত রাখার লকার কেটে জোরকদমে সমস্ত টাকা ও মোবাইল চুরি করতে উদ্যত হয়ে পড়ে । কিন্তু বাম নেতা নিরঞ্জন দেবনাথের ভাগ্য তাঁর বিপরীত মেরুতে থাকায় ইনস্টা-কার্ড উচ্চ-টেকনোলজির কাছে হেরে যায় এই বাম যুব নেতা কর্মী নিরঞ্জন দেবনাথ । উল্লেখ্য, বর্তমান ডিজিটাল যুগে উচ্চ-টেকনোলজির দরুণ বাম নেতা নিরঞ্জন বাবুর চুরি করা মুহূর্তটি নিমেষের মধ্যেই ইনস্টা-কার্ড অফিসের মূল কার্যালয় তথা ব্যাঙ্গালোরে পৌঁছে যায় । তারপর সঙ্গে সঙ্গেই ওই খান থেকে খবর দেওয়া হয় তেলিয়ামুড়ার “FLIPKART” অফিসের অন্যান্য কর্মরত স্টাফদের । খবর পেয়েই তড়িঘরি করে তেলিয়ামুড়ার “FLIPKART”র কর্মরত অন্যান্য স্টাফেরা ছুঁটে যায় তেলিয়ামুড়ার কালিটিলা স্থিত “FLIPKART” অফিসে । সঙ্গে সঙ্গেই ১১ লাখ টাকা ও ৬ টি মোবাইল নিয়ে চুরি করে পালানোর মুহূর্তেই “FLIPKART” অফিসের অন্যান্য স্টাফেরা তাঁর পিছু ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয় । পাশাপাশি সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায় । খবর পেয়েই তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুঁটে যায় । পরবর্তীতে তেলিয়ামুড়া থানার পুলিশ ও “FLIPKART” অফিসের অন্যান্য কর্মীরা অভিযান চালিয়ে বাম নেতা নিরঞ্জন বাবুর কাছ থেকে উদ্ধার করে প্রায় ১১ লক্ষ টাকা সহ ৬ টি “ANDROID” মোবাইল । পরবর্তীতে তেলিয়ামুড়া থানার পুলিশ গভীর রাতে চুরি করতে আসা বাম নেতা নিরঞ্জন দেবনাথকে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে । বর্তমানে বাম নেতা নিরঞ্জন বাবু রয়েছে তেলিয়ামুড়া থানার পুলিশি হেফাজতে । এইদিকে তেলিয়ামুড়া থানার পুলিশ এই বাম নেতা কর্মী নিরঞ্জন দেবনাথের বিরুদ্ধে বিশাল সংখ্যক অর্থ চুরির ঘটনাকে কেন্দ্র করে একটি মামলা রুজু করে । যার নম্বর— 94/2021. UNDER SECTION 457/380/411/427 IPC. এইদিকে সাত সকালেই বাম যুব নেতা কর্মীর এই চুরি করার কান্ড চারিদিকে ছড়িয়ে পড়তেই গোটা তেলিয়ামুড়া এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য করছে ।।
রাজ্য
FLIPKART অফিস থেকে নগদ 11 লক্ষ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালাতে গিয়ে ধরা খেলো সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক
- by janatar kalam
- 2021-07-25
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this