জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- বাম নেতা কর্মীরা চুরিবিদ্যা যেন কখনোই ছাড়তে পারবে না । এমনই এক ছবি উঠে আসলো তেলিয়ামুড়া শহর থেকে । ভোর রাতে তেলিয়ামুড়ার একটি অনলাইন সংস্থা “FLIPKART” অফিস থেকে ১১ লাখ টাকা ও ৬ টি মোবাইল নিয়ে চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক হলো তেলিয়ামুড়ার “CPIM” বিভাগীয় কমিটির সম্পাদক নিরঞ্জন দেবনাথ । উল্লেখ্য, ২৫ বছরের বাম জামানার “CPIM”র বাম নেতা কর্মীরা সাধারণ জনগণের আস্থা হাড়িয়ে ক্ষমতাহীন হয়ে পড়লেও দীর্ঘদিনের নীতি চুরি-বিদ্যা কৌশল আজও যেন ছাড়তে পারে নি । এইবার বিশাল পরিমাণ অর্থ প্রায় আনুমানিক ১১ লাখ টাকা ও ৬ টি “ANDROID” মোবাইল ফোন নিয়ে চুরি করে পালানোর মুহূর্তেই সাধারণ জনগণের হাতে নাতে ধরা পড়লো তেলিয়ামুড়ার বাম যুব সংগঠনের এক নেতা তথা তেলিয়ামুড়ার “CPIM” বিভাগীয় কমিটির প্রাক্তন সম্পাদক নিরঞ্জন দেবনাথ । চাঞ্চল্যকর এই জঘন্যতম ঘটনাটি ঘটেছে, আজ রবিবার ভোর রাত আনুমানিক ৪ টা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন তথা তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠ কালিটিলা এলাকায় । ঘটনার বিবরণে জানা যায়, ২০১৮ বিধানসভা নির্বাচনে রাজ্যে পালা বদলের পর তেলিয়ামুড়ার একাংশ বাম কর্মী বিভিন্ন পাবলিক ও অনলাইন সংস্থা “FLIPKART”র অফিসে নিয়োজিত হয় । উল্লেখ্য, তেলিয়ামুড়ার “CPIM” বিভাগীয় কমিটির প্রাক্তন সম্পাদক নিরঞ্জন দেবনাথও কর্মরত ছিলেন তেলিয়ামুড়ার একটি অন্যতম অনলাইন সংস্থা “FLIPKART” অফিসে । আর দীর্ঘ ৩ বছর ধরে এই “FLIPKART” অফিসে কাজ করতে করতে বাম নেতা নিরঞ্জন দেবনাথ এতো এতো টাকার মোহে অন্ধ হয়ে যায় বলা চলে । আর এই টাকার মোহে অন্ধ হয়েই আজ ভোর রাতে অন্যতম অনলাইন সংস্থা “FLIPKART” র অফিসে ঢুকে টাকা চুরি করতে গিয়ে নিজের ভাগ্যের কাছেই হেরে যায় । জানা যায়, এই বাম নেতা নিরঞ্জন দেবনাথের বাড়ি তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর এলাকায় । উল্লেখ্য, একসময় বাম নেতা নিরঞ্জন দেবনাথ বাম যুব ছাত্র সংগঠনের বিভাগীয় সম্পাদকের দায়িত্ব পালন করলেও, কিন্তু বর্তমানে সে একজন “ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন”র তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির অন্যতম সদস্য হিসেবে মাঠ-ঘাট-রাস্তা একপ্রকার দাপিয়ে বেড়াচ্ছেন । ঘটনার বিবরণে জানা যায়, আজ রবিবার ভোর রাত পর্যন্ত তেলিয়ামুড়ার অনলাইন সংস্থা “FLIPKART” অফিসটির মধ্যে নাইট ডিউটিতে কর্মরত ছিলেন এই বাম নেতা বাবু নিরঞ্জন দেবনাথ । তবে গভীর রাতের কোন এক সময় বাম নেতা কর্মী নিরঞ্জন দেবনাথ তেলিয়ামুড়ার ইনস্টা-কার্ড অনলাইন সংস্থা “FLIPKART”র কার্যালয়ের ভিতরে গিয়ে সমস্ত “CC TV”র ভিডিও কানেকশন গুলোকে যন্ত্রাংশ দিয়ে কেটে বৈদ্যুতিক লাইন ছিন্ন করে ও কাটার দিয়ে বিশাল পরিমাণ অর্থ মজবুত রাখার লকার কেটে জোরকদমে সমস্ত টাকা ও মোবাইল চুরি করতে উদ্যত হয়ে পড়ে । কিন্তু বাম নেতা নিরঞ্জন দেবনাথের ভাগ্য তাঁর বিপরীত মেরুতে থাকায় ইনস্টা-কার্ড উচ্চ-টেকনোলজির কাছে হেরে যায় এই বাম যুব নেতা কর্মী নিরঞ্জন দেবনাথ । উল্লেখ্য, বর্তমান ডিজিটাল যুগে উচ্চ-টেকনোলজির দরুণ বাম নেতা নিরঞ্জন বাবুর চুরি করা মুহূর্তটি নিমেষের মধ্যেই ইনস্টা-কার্ড অফিসের মূল কার্যালয় তথা ব্যাঙ্গালোরে পৌঁছে যায় । তারপর সঙ্গে সঙ্গেই ওই খান থেকে খবর দেওয়া হয় তেলিয়ামুড়ার “FLIPKART” অফিসের অন্যান্য কর্মরত স্টাফদের । খবর পেয়েই তড়িঘরি করে তেলিয়ামুড়ার “FLIPKART”র কর্মরত অন্যান্য স্টাফেরা ছুঁটে যায় তেলিয়ামুড়ার কালিটিলা স্থিত “FLIPKART” অফিসে । সঙ্গে সঙ্গেই ১১ লাখ টাকা ও ৬ টি মোবাইল নিয়ে চুরি করে পালানোর মুহূর্তেই “FLIPKART” অফিসের অন্যান্য স্টাফেরা তাঁর পিছু ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয় । পাশাপাশি সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায় । খবর পেয়েই তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুঁটে যায় । পরবর্তীতে তেলিয়ামুড়া থানার পুলিশ ও “FLIPKART” অফিসের অন্যান্য কর্মীরা অভিযান চালিয়ে বাম নেতা নিরঞ্জন বাবুর কাছ থেকে উদ্ধার করে প্রায় ১১ লক্ষ টাকা সহ ৬ টি “ANDROID” মোবাইল । পরবর্তীতে তেলিয়ামুড়া থানার পুলিশ গভীর রাতে চুরি করতে আসা বাম নেতা নিরঞ্জন দেবনাথকে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে । বর্তমানে বাম নেতা নিরঞ্জন বাবু রয়েছে তেলিয়ামুড়া থানার পুলিশি হেফাজতে । এইদিকে তেলিয়ামুড়া থানার পুলিশ এই বাম নেতা কর্মী নিরঞ্জন দেবনাথের বিরুদ্ধে বিশাল সংখ্যক অর্থ চুরির ঘটনাকে কেন্দ্র করে একটি মামলা রুজু করে । যার নম্বর— 94/2021. UNDER SECTION 457/380/411/427 IPC. এইদিকে সাত সকালেই বাম যুব নেতা কর্মীর এই চুরি করার কান্ড চারিদিকে ছড়িয়ে পড়তেই গোটা তেলিয়ামুড়া এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য করছে ।।