2025-01-12
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

করোনা সংক্রমণ পরীক্ষার জন্য রাজ্যেও আর টি পি সি আর পরীক্ষা দরকার – গৌতম দাশ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বর্তমান করুণা পরিস্থিতি রাজ্য সরকার যেভাবে রাজ্য পরিচালনা করছেন তাতে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। করোনা সংক্রমণ ভাইরাস রোগ প্রতিরোধ করতে গিয়ে প্রতিনিয়ত লকডাউনও কারফিউ জারি করে সাধারণ মানুষ থেকে শুরু করে খেটে খাওয়া দিনমজুর ঐ সমস্ত জনগণের অসুবিধার মধ্যে পড়ে গিয়েছে রাজ্য সরকার সেই দিক দিয়ে বিশেষভাবে দৃষ্টি রাফছেন না। রাজ্যের শাসক দল রাজ্য জুড়ে তাদের কর্মসূচি জারি রেখে চলেছেন কিন্তু বিরোধীরা কোনরকম কর্মসূচি হাতে নিলেই পুলিশ প্রশাসন দ্বারা কর্মসূচিকে বানচাল করছেন বলে জানান সিপিআইএমের রাজ্য সম্পাদক গৌতম দাস। শনিবার আগরতলা মেলার মাঠ এর সিপিআইএমের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক গৌতম দাস, প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া’। সাংবাদিক সম্মেলনে রাজ্য সম্পাদক গৌতম দাস বলেন রাজ্য সরকারের কোনরকম পরিকল্পনা নেই তার সাথে সাথে স্বাস্থ্যব্যবস্থা ও সঠিকভাবে নেই। স্বাস্থ্য ব্যবস্থা কে সঠিকভাবে রূপায়িত করতে গেলে ল্যাব টেকনিশিয়ান ও স্বাস্থ্য কর্মী নিয়োগ করা দরকার বলে জানান। তিনি আরো বলেন রাজ্যে করুণা টেস্ট শুধুমাত্র এন্টিজেন টেস্ট করলে তা থেকে কিছু বোঝা যায় না সমগ্র বিশ্বজুড়ে rt-pcr পরীক্ষা চলছে তাই করোনা সংক্রমণ পরীক্ষার জন্য রাজ্যেও আর টি পি সি আর পরীক্ষা দরকার বলে জানান তিনি সংবাদমাধ্যমের কাছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service