জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- এ ডি সি এলাকা এবং রাজ্যের সার্বিক উন্নয়নের স্বার্থে শুক্রবার আসন্ন অধিবেশনেই ১২৫ তম সংবিধানী বিল পাস করাতে ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ এবং উপজাতি যুব ফেডারেশনের পক্ষ থেকে রাজধানীর ডিম সাগর সংলগ্ন হারাধন সংঘ এলাকায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য উপজাতি গনমুক্তি পরিষদের সভাপতি জিতেন্দ্র চৌধুরী এবং সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা। গনমুক্তি পরিষদের রাজ্য সভাপতি জিতেন্দ্র চৌধুরী রাজ্যের বিজেপি এবং আইপিএফটি জোট সরকারের তীব্র সমালোচনা করে বলেন, সরকার প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এডিসি এলাকায় মানুষের দাবি পুরনো সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং ষষ্ঠ তপশিলি আইন সংশোধন করে আরও অধিক ক্ষমতা এডিসি হাতে তুলে দেওয়া হবে। বিশেষ করে ককবরক’কে অষ্টম তপশিলি ভাষায় অন্তর্ভুক্ত করা হবে। এবং এ বিষয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত প্রচারে এসে সুনির্দিষ্টভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের পাহাড়ের মানুষকে। কিন্তু তিন বছর অতিক্রান্ত হয়ে গেছে এখনো প্রতিশ্রুতি পালন হচ্ছে না বলে বিক্ষোভস্থলে অভিযোগ তুলেন তিনি।
রাজ্য
১২৫ তম সংবিধানী বিল পাস করাতে ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ এবং উপজাতি যুব ফেডারেশনের অনুষ্ঠিত হয় বিক্ষোভ কর্মসূচি
- by janatar kalam
- 2021-07-23
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this