2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলসহ 12 দফা দাবি নিয়ে পশ্চিম জেলা জেলাশাসক এর মাধ্যমে রাষ্ট্রপতির কাছে চিঠি প্রেরণ করলেন অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- জনবিরোধী শিক্ষা বিরোধী কর্পোরেটর স্বার্থবাহী জাতীয় শিক্ষা নীতি 2020 বাতিল করতে হবে। দেশের প্রথাগত শিক্ষার সর্বস্তরে ধর্মনিরপেক্ষ বৈজ্ঞানিক, গণতান্ত্রিক, শিক্ষা সুরক্ষিত করতে হবে। শিক্ষায় মানুষ গড়া ও চরিত্র নির্মাণ এর ভূমিকা পুনঃপ্রতিষ্ঠ করতে হবে। ঐ সমস্ত 12 দফা দাবি সনদ নিয়ে বৃহস্পতিবার পশ্চিম জেলার জেলা শাসক এর মাধ্যমে অল ইন্ডিয়া সেইভ এডুকেশন কমিটি দাবি সনদ দেশের রাষ্ট্রপতির কাছে প্রেরণ করেন। এ দেশের শিক্ষিত ও শিক্ষা প্রেমি জনসাধারণের কাছে জাতীয় শিক্ষানীতি 2020 এক অচিন্তনীয় আঘাতের রূপে উপস্তিত হয়েছে। এদেশের নবজাগরণের অগ্রানি মনীষীরা যারা ভারতবর্ষকে প্রকৃতই একটি উৎকৃষ্ট শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তোলার এবং প্রতিটি মানুষের কাছে ধর্মনিরপেক্ষ, বৈজ্ঞানিক, গণতান্ত্রিক, এবং সর্বজনীন শিক্ষা পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন এই শিক্ষানীতি তাদের সেই ইঙ্গিতই স্বপ্নকে ধ্বংস করতে উদ্ধত হয়ে পড়েছেন বলে জানান অল ইন্ডিয়া সেইভ এডুকেশন কমিটির নেতৃত্ব।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service