জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বিজেপি সরকার পেগাসাস প্রজেক্ট ইজরায়েলের কাছ থেকে নিয়ে রাহুল গান্ধী সহ বিরোধী দলের বিভিন্ন নেতৃত্ব এবং দেশের বহু সাংবাদিকের গোপনীয় তথ্য হ্যাক করে জাতীয় নিরাপত্তা এবং সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। বিজেপি সরকারের এ ধরনের দেশদ্রোহী কাজের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা হচ্ছে। পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিযুক্ত করে জুডিশিয়াল তদন্তের দাবি তোলা হচ্ছে বলে বুধবার সাংবাদিক সম্মেলন করে দাবি জানান প্রদেশ কংগ্রেসের সদস্য মানিক দেব। তিনি বলেন, দেশি বিজেপি সরকারের এ ধরনের মানসিকতা এবং সংবিধান বিরোধী কাজের জন্য সর্বভারতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে বুধবার সাংবাদিক সম্মেলন করে সরকারের মানসিকতা দেশবাসীর সামনে তুলে ধরে প্রতিবাদ জানানো হচ্ছে। এই গুপ্তচর সংস্থা দ্বারা রাহুল গান্ধী, দেশের নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতি, ১৮০ জন সাংবাদিক সহ সকলকে এই তালিকায় এনে ষড়যন্ত্র করছে সরকার। এর আওতায় আনা হয়েছে দেশের যেসব সাংবাদিকরা সরকারের জনবিরোধী নীতি মানুষের সামনে তুলে ধরেছে। তাদের ওপর এ ধরনের হস্তক্ষেপ করেছে সরকার। আর সরকার এই ধরনের গুপ্তচর হস্তক্ষেপ ২০১৯ সালের নির্বাচনের সময় থেকে চালে আসছে। বিষয়টি বর্তমানে বিভিন্ন সাংবাদ সংস্থার মাধ্যমে সামনে উঠে এসেছে। ফ্রান্সের ফরেনসিক ল্যাবের মধ্য দিয়ে এ গুপ্তচরের বিষয়টি উঠে এসেছে। সরকারি ধরনের মানসিকতা দেশবাসী এখন নিরাপত্তাহীন হয়ে পড়েছে।
রাজ্য
বিজেপি সরকার পেগাসাস প্রোজেক্ট নিয়ে বিরোধী দলের বিভিন্ন নেতৃত্বসহ দেশের বহু সাংবাদিকের গোপনীয় তথ্য হ্যাক করে সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে- কংগ্রেস
- by janatar kalam
- 2021-07-21
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this