2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ফেরা রথকে কেন্দ্র করে আয়জিত হয়েছে উৎসব রাজধানীর জগন্নাথ বাড়ি প্রাঙ্গনে

রথযাত্রা বা রথদ্বিতীয়া একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব। ভারতীয় রাজ্য ওড়িশা ও পশ্চিমবঙ্গে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা ওড়িশার পুরী শহরের জগন্নাথ মন্দিরের রথযাত্রা। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের মহিষাদল, শ্রীরামপুর শহরের মাহেশের রথযাত্রা, গুপ্তিপাড়ার বৃন্দাবনচন্দ্র মঠের রথ এবং কলকাতা ও বাংলাদেশের ইসকনের রথ ধামরাই জগন্নাথ রথ বিশেষ প্রসিদ্ধ। তাছাড়া এই উৎসবটি রাজ্যেও বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্যেও পালিত হয়ে থাকে , এর মধ্যে অন্যতম হল রাজধানীর জগন্নাথ বাড়ির রথ উৎসব। অন্যান্য বছর দিনটি বৃহৎ আকারে পালন করা হলেও এবছর করোনা মহামারীর দরুন ক্ষুদ্র পরিসরে উৎসবটিকে পালন করা হচ্ছে। মঙ্গলবার ফেরা রথের দিনে রাজধানীর জগন্নাথ বাড়ির প্রাঙ্গনে মন্দিরের পুরোহিত ও মহারাজদের দ্বারা আয়োজিত হয়েছে উৎসব এবং প্রার্থনা , রাজ্যে মহামারী দূর হওয়া এবং সকলের মঙ্গল কামনা করা হয় বলে জানালেন জগন্নাথ বাড়ির মহারাজ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service