2025-02-26
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাজধানীর পশ্চিম থানার নাকের ডগায় চুরির ঘটনা তদন্তে পুলিশ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজধানীতে দুসাহসিক চুরির ঘটনা। ঘটনা পশ্চিম থানা সংলগ্ন পোস্ট অফিস চৌমুহনী এলাকায় চন্দন সাহার পানের দোকানে। এমনিতে করোনা মহামারীর দরুন রাজ্যের সাধারন অংশের খেটে খাওয়া মানুষদের অবস্থা নাজেহাল। দিনমজদুররা বিপন্ন অবস্থায় রয়েছে। করোনা মহামারী দমাতে রাজ্যের প্রশাসনের পক্ষ থেকে করোনা কারফু জারী করা হলেও সকাল থেকে দুপুর ২টা অবধি দোকান খোলার অনুমতি থাকায় চা বিক্রি করে কোন রকম দিন যাপন করছিলেন দোকানের মালিক চন্দন সাহা। এদিন চন্দন সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাকের ডগায় থানা থাকার পরেও এ ধরনের চুরির ঘটনায় তীব্র ক্ষোভ ব্যাক্ত করেন এবং তিনি জানান এ নিয়ে উনার এই দোকানে তিনবার চুরির ঘটনা সংঘটিত হয়েছে বলে এ নিয়ে পুলিশের দ্বারস্থ হলে পুলিশ চেষ্টা করছি এবং এখন অবধি কাউকে সনাক্ত করতে পারিনি বলে জানিয়ে দেয় বলে জানান তিনি। করোনূ কার্ফুর কারণে গোটা রাজ্য এবং শহর আগরতলা রাজ্য প্রশাসনের সুরক্ষা বলয়ের মধ্যে থাকার পরেও চোরের দল কিভাবে এই ঘটনা সংঘটিত করতে সক্ষম হয় তা নিয়ে জনমনে চাঞ্চল্য ছড়িয়েছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service