2024-11-07
agartala,tripura
রাজ্য

চরিলাম ছোটন মজুমদারের বাড়ি থেকে উদ্ধার 14 কেজি শুকনো গাজা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- স্থানীয় 1 সংবাদ মাধ্যমের খবরের জেরে টনক নড়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের। সোমবার সকাল দশটায় চরিলাম পরিমল চৌমুনী এলাকায় প্রমিলা বাহিনী রা ঝাড়ু হাতে নিয়ে রাস্তায় অবরোধ করে তাদের দাবি নেশা কারবারিদের গ্রেপ্তার করতে হবে এই নিয়ে রাস্তায় অবরোধ করে রাখে গ্রামবাসীরা তাদের জ্বালা অধিষ্ঠিত এলাকার মানুষজন। মঙ্গলবার সকালে বিশালগড় থানার পুলিশ যৌথ অভিযান চালায় চরিলাম পরিমল চৌমুনী থেকে ঢিল ছোড়া দূরত্বে জাতীয় সড়কের পাশে শ্রীকৃষ্ণ হোটেলের মধ্যে হানা দিয়ে 14 কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় বিশালগড় থানার পুলিশ। দীর্ঘদিন ধরে চরিলাম পরিমল চৌমুনী শ্রীকৃষ্ণ হোটেলের মধ্যে নেশার রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। দীর্ঘ প্রায় দু’বছর ধরে চলে এই হোটেলের মধ্যে নেশাজাতীয় দব্য থেকে শুরু করে জুয়ার আসর। এই নেশা কারবারিরা চালিয়ে যাচ্ছে আপন দুই ভাই চিত্ত রঞ্জন মজুমদার এবং জুটন মজুমদার। একবার সামলাচ্ছে মদের আসর আরেক ভাই সামলাচ্ছে বিভিন্ন নেশাজাতীয় ট্যাবলেট এর আসর এবং জুয়ার আসর। ধ্বংস হয়ে যাচ্ছে এ এলাকার যুব প্রজন্ম এবং ছাত্র প্রজন্ম। এই দুই ভাইয়ের বিরুদ্ধে কোন অ্যাকশন নেই নি পুলিশ এমনটাই অভিযোগ এলাকাবাসীর এবং যখন স্কুল খোলা থাকতো এই হোটেলের সামনে দিয়ে গৌতম কলোনি এলাকায় ছাত্র-ছাত্রীরা চরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় যখন যেত তখন নেশার ট্যাবলেট পান করে এই হোটেলের সামনে বসে কিছু বখাটে যুবক ছাত্রছাত্রীকে নানা ধরনের অঙ্গভঙ্গি করে ছাত্র-ছাত্রীদের উত্ত্যক্ত করতো। অবশেষে কাল চরিলাম পরিমল চৌমুনী এলাকায় মানুষজন রাস্তায় নেমে পড়েন অবশেষে ডিএম এর আশ্বাসে পথ অবরোধ মুক্ত হয়। তাতেই টনক নড়ে বিশালগড় থানার পুলিশ কর্তব্যবোধের অপরদিকে মুখ্যমন্ত্রী নেশা মুক্ত করার যে ডাক দিয়েছে তাকে কাজে লাগিয়ে কিছু উৎশৃংখল যুবক চালিয়ে যাচ্ছে তাদের রমরমা ব্যবসা এমনকি প্রকাশ্যে দিবালোকে পুলিশকে বুড়ো আংগুল দেখিয়ে দিব্যি চালিয়ে যাচ্ছে নেশার রমরমা ব্যবসা। জেলাশাসকের নির্দেশে বিশালগড় থানার পুলিশ কথা বাবুদের ঘুম ভাঙ্গে আজ সকাল 9 টায় বিশালগড় পরিমল চৌমুনী এলাকায় শ্রীকৃষ্ণ হোটেলে হানা দিয়ে গাজার ডাম উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ মোট 14 কেজি শুকনো গাজা উদ্ধার করতে সক্ষম হয়েছে বিশালগড় থানা পুলিশ নেতৃত্বে ছিলেন SDPO তাপস কান্তি পাল সহ এস আই বিজয় দাস সহ প্রচুর টিএসআর বাহিনী। শুধু চরিলাম নয় বিশালগড় সহ বিশালগড় নিচের বাজার বিশালগড় রেলস্টেশন অনবরত নেশার রমরমা ব্যবসা পুলিশকে ঘুমে রেখে দিব্যি চালিয়ে যাচ্ছে নেশার রমরমা ব্যবসা একদিকে স্বয়ং মুখ্যমন্ত্রী নেশা মুক্ত ত্রিপুরা ডাক দিয়েছে সেই ডাকে একপ্রকার বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দিব্যি চালিয়ে যাচ্ছে তাদের রমরমা ব্যবসা পুলিশ জেনেও কোন পদক্ষেপ নেয়নি । অপরদিকে জানা গেছে বিশালগড় থানার পুলিশ কর্তা বাবুরা নেশা কারবারি দের কাছ থেকে মোটা অংকের টাকা পেয়ে থাকেন যার দরুন দিন দুপুরে রাতের আধারে দিব্যি চালিয়ে যাচ্ছে বিশালগড় রেলস্টেশনসহ চরিলাম বিভিন্ন জায়গায়। অবশেষে DM এর নির্দেশে 14 শুকনো কেজি গাঁজা ধরতে সক্ষম হয় বিশালগড় থানার পুলিশ। এখন দেখার বিষয় বিশালগড় থানার পুলিশ অন্য নেশা কারবারিদের বিরুদ্ধে কী ভূমিকা গ্রহণ করে সে দিকে তাকিয়ে আছে এলাকার লোকজন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service