জনতার কলম , ত্রিপুরা, উদয়পুর প্রতিনিধি :- বর্তমান কোভিড ১৯ এর করোণা কার্ফু চলাকালীন সময়ে রাজ্যের কোনো মানুষ যেন অভুক্ত না থাকে । তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী স্পেশাল রিলিফ প্যাকেজ দেওয়া শুরু করেছে গ্রাম পঞ্চায়েত ও শহর এলাকা থেকে শুরু করে পাহাড়ি এলাকাতেও। কিন্তু বহি রাজ্যের বহু শ্রমিক রাজ্যের বুকে পণ্যসামগ্রী গাড়িতে প্রতিদিন কাজ করে যাচ্ছে। তাদেরও যেন কোন ধরনের খাদ্য সামগ্রী অভাব না হয় সেদিকে লক্ষ্য রেখে মুখ্যমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার দুপুরে বহিঃ রাজ্যের যেসকল শ্রমিকরা ওদের পুরো বাজারে বিভিন্ন প্রকার পণ্য সামগ্রী গাড়ি থেকে লোড-আনলোডের কাজ করে থাকে । তাদের প্রত্যেকের হাতে রাজ্য সরকারের নির্দেশ মত মুখ্যমন্ত্রী স্পেশাল প্যাকেজ তুলে দেয় উদয়পুর পৌর পরিষদ। এই খাদ্য সামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ পৌর পরিষদের আধিকারিকরা। এই দিন দুপুরে খাদ্য সামগ্রী প্যাকেজ পেয়ে খুশি রাজ্যের শ্রমিকরা। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর এই উদ্যোগকে সাধুবাদ এবং ধন্যবাদ জানিয়েছেন বহিঃ রাজ্যের শ্রমিকরা।
Leave feedback about this