জনতার কলম, ত্রিপুরা, উদয়পুর প্রতিনিধি :-
শুক্রবার দুপুরে মাতারবাড়ি ব্লকের অধীন কালাবন পঞ্চায়েতের কর্মীদেরকে তালা বন্দি করে দেয় তিপ্রা মথা দলের কর্মীরা। এই তালাবন্দি হওয়ার ফলে পঞ্চায়েত অফিসে আটকে পড়ে বেশ কয়েকজন বিজেপি কর্মী। সূত্রের খবর এই কালাবন পঞ্চায়েত দখল নেওয়ার জন্য তারা চেষ্টা চালায়। যখন তাদের দলের কর্মীদের কে বাধা দেয় বিজেপির কর্মী-সমর্থকরা ।এই নিয়ে দুই দলের মধ্যে শুরু হয়ে যায় বাকবিতণ্ডা । ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে কালাবন পঞ্চায়েত জুড়ে। এই ঘটনার খবর পেয়ে কালাবন পঞ্চায়েতে ছুটে যায় রাধাকিশোরপুর থানার পুলিশ বাহিনী । কিন্তু পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালাবন পঞ্চায়েতে তিপ্রা মথা দলের কর্মীদেরকে বলেন পঞ্চায়েতের অফিসে এভাবে তালা দেওয়া বেআইনি। তাদেরকে যেন তালামুক্ত করে দেওয়া হয়। কিন্তু এই কথা বলার সাথে সাথেই হঠাৎ করে আক্রমণ চালায় তিপ্রা মথা দলের কর্মীরা। পঞ্চায়েতের বনের ভেতর থেকে শুরু হয় ইট বৃষ্টি, ধনুকের তীর, মদের বোতল ও ধনুকের আগুনের অগ্নিবান ছুড়তে থাকে পুলিশের উপর। পরিস্থিতি প্রথমদিকে পুলিশ অল্প সংখ্যায় থাকায় কারণে ব্যাপক আক্রমণ চালায় তিপ্রা মথা দলের রাজনৈতিক কর্মীরা। পরবর্তী সময় পুলিশ পরিস্থিতি সামাল দিতে না পারায় । পরে নামানো হয় আরো বিশাল বাহিনী। পুলিশের দিক থেকে ছোড়া হয় কাঁদানো গ্যাস। কয়েক রাউন্ড চলে কাঁদানো গ্যাস। পরিস্থিতি সামাল দিতে গিয়ে তিপ্রা মাথা দলের কর্মীদের হাতে আক্রান্ত হন উদয়পুর রাধাকিশোরপুর থানার ওসি রাজিব দেবনাথ সহ আহত হয়েছে একাধিক টি এস আর ও পুলিশ কর্মী। পরে এই ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গোমতী জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহ আরো বিশাল পরিমাণে পুলিশ বাহিনী। পরে গোমতী জেলা পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছেয় আহত পুলিশ কর্মীদেরকে গর্জি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করে তাদের চিকিৎসা করানোর জন্য। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও পরিস্থিতি ক্রমশ ঘোলাটে হতে থাকে। এতটাই উত্তেজনা সৃষ্টি করে তিপ্রা মথার কর্মীরা। এই সংঘর্ষের ফলে ভাঙচুর করা হয় বিভিন্ন বাইক ও গাড়িতে । এই ঘটনার জেরে কালাবন বাজার দুপুরে পুরো নিস্তব্ধ হয়ে পড়ে। গোটা এডিসি ভিলেজের কালাবন পঞ্চায়েত গ্রাম জুড়ে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় উপজাতি মহলে। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় পুলিশ গোটা ঘটনায় আয়ত্তে নিয়ে আসে। কিন্তু প্রশ্ন উঠছে এভাবে কতদিন সংঘর্ষের ঘটনা চলবে পাহাড়ি এলাকায়। প্রশ্ন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল থেকে শুরু করে পাহাড়জুড়ে। শুক্রবার দুপুরের রাজনৈতিক সংঘর্ষে নানা প্রশ্ন সৃষ্টি করে দিয়েছে জনমনে ।
রাজ্য
পঞ্চায়েত দখল নিয়ে তিপ্রা মথা দলের কর্মীদের দ্বারা আক্রান্ত পুলিশ।
- by prasenjit
- 2021-07-02
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this