2024-12-22
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে আসা দর্শনার্থীদের মধ্যে মাক্স না পড়ার প্রবণতা।

জনতার কলম, ত্রিপুরা, উদয়পুর প্রতিনিধি :- করোনা কার্ফু চলাকালীন সময়ে দীর্ঘ কয়েক মাস পর রবিবার উদয়পুর মাতার বাড়িতে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কিন্তু এই ভিড়ের মাঝে সাধারণ দর্শনার্থীদের মধ্যে দেখা গেল মাক্স না পড়ার প্রবণতা। এই ধরনের ঘটনা দেখতে পেয়ে মন্দিরের দায়িত্বে থাকা কর্তব্যরত ভলান্টিয়াররা দর্শনার্থীদেরকে করোণা ভাইরাস সম্পর্কে অবগত করেন এবং মাক্স পড়ার জন্য আবেদন করেন। দীর্ঘ বহু মাস পর মাতারবাড়ি চেনা ছন্দে ফিরে আসতে দেখা যায় রবিবারের দুপুর। এদিন বহু দূর দূরান্ত থেকে রাজ্যের অগণিত দর্শনার্থীরা মায়ের কাছে মঙ্গল কামনা করার জন্য পূজা-অর্চনা করেন। কিছুটা সময় চঞ্চল হয়ে ওঠে গোটা মন্দির চত্বর এলাকা। অপরদিকে ত্রিপুরেশ্বরী মন্দিরকে কেন্দ্র করে কল্যাণ সাগর নামে যে দীঘি রয়েছে সেই দিঘির মাছ ও কচ্ছপের খাবার দিতে দেখা যায় দর্শনার্থীদের। একপ্রকার বলা চলে দীর্ঘ বহুদিন পর কল্যাণ সাগর দিঘী তার অন্য রূপ ফিরে পেয়েছে। বহুদিন পর জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে গোটা মাতারবাড়ি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service