2024-12-22
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

পেট্রোপণ্যের মূল্য হ্রাস করা, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ নিয়ে সি পি আই এম, সি পি আই, আর এস পি এবং ফরওয়ার্ড ব্লকের বিক্ষোভ কর্মসূচি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- .কেন্দ্রীয় কমিটির নির্দেশে মঙ্গলবার সি পি আই এম, সি পি আই, সি পি আই এম এল, আর এস পি এবং ফরওয়ার্ড ব্লক যৌথভাবে রাজধানী শহরে রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত করে। এদিন বটতলা থেকে কামান চৌমুহনী পর্যন্ত রাস্তার পাশে দাঁড়িয়ে কর্মীরা সরকারের কাছে দাবি তুলে। সরকার যাতে বর্তমান করোনা পরিস্থিতিতে মানুষকে বাঁচানোর জন্য ব্যবস্থা গ্রহণ করে। পেট্রোপণ্যের মূল্য হ্রাস করা, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ করা, আয়কর প্রদান করে না সেইসব পরিবারের মধ্যে ৭,৫০০ টাকা নগদ প্রদান করা সহ ১০ কেজি করে খাদ্যশস্য প্রদান করার দাবি তোলা হয় এদিন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী মানিক দে, বামফ্রন্টের চেয়ারম্যান বিজন ধর সহ অন্যান্য নেতৃত্ব। বিক্ষোভ কর্মসূচিতে শেষে বক্তব্য রাখেন সিপিআইএম চেয়ারম্যান বিজন ধর। তিনি বক্তব্য রাখতে গিয়ে সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন জনগণের স্বার্থে বিজেপি সরকারের বিরুদ্ধে অন্য কোন দল আওয়াজ না তুললেও, বামপন্থী সংগঠনগুলি সরকারের কাছে দাবিগুলি তুলে ধরেছে। কারণ অন্যান্য দল শুধুমাত্র ক্ষমতা দখল এবং জাতপাত দিয়ে জনগণকে ধরে রাখতে চায়। কিন্তু বামপন্থী সংগঠনগুলি মানুষকে তার অধিকারের জন্য লড়াই করতে নতুন দিশা দেখাতে দাবি তুলে ধরছে। আজকে আন্দোলনের মূল উদ্দেশ্য হলো যাতে সরকার চাপে পড়ে জনগণের স্বার্থে দাবিগুলো পূরণ করতে এগিয়ে আসে। করোনা প্রতিরোধ করার একমাত্র বিকল্প ব্যবস্থা হলো ভ্যাকসিন। কিন্তু রাজ্য এবং কেন্দ্রীয় সরকার ভ্যাকসিনের ক্ষেত্রে কোনো সাফল্য দেখাতে পারছে না। সরকারের কাছে বামপন্থী সংগঠনগুলোর দাবি টিকা পুরো দেশবাসীর জন্য নিশ্চিত করতে হবে। তাহলে মৃত্যুর হার রদ করা সম্ভব হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service