2024-11-07
agartala,tripura
রাজ্য

বেসরকারি নিরাপত্তা রক্ষীর হাতে আক্রান্ত রোগীর আত্মীয় পরিজন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রায়শই রাজধানীর হাসপাতালগুলিতে রোগীর পরিবার লোক কিংবা আত্মীয় পরিজনদের সাথে হাসপাতালে কর্তব্যরত নিরাপত্তা রক্ষীদের মধ্যে বাক বিতন্ডা লেগেই থাকে। এরকমই একটি ঘটনা ঘটলো মঙ্গলবার রাজধানীর আইজিএম হাসপাতালে। জানা যায় মঙ্গলবার রাজধানীর আইজিএম হাসপাতালে এক অন্তঃসত্ত্বা মহিলাকে হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে আসে পরিবারের লোকজন , ঠিক তখনই দায়িত্বে থাকা বেসরকারি নিরাপত্তা রক্ষী তাদেরকে বাধা দেন করতেই বাধে বিপত্তি। রোগীর পরিবারের অভিযোগ অন্তঃসত্ত্বা মহিলা ব্যাথায় কাবু হয়ে রয়েছেন এবং ওনার কাছে ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে টেনে হিচড়ে রোগীর আত্মীয়ের ব্যাগ চিরে ফেলে বলে জানায়। বলা বাহুল্য রাজধানীর হাসপাতালগুলিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসার উদ্দেশ্যে লোকজন আসেন কিন্তু , কর্তব্যরত নিরাপত্তারক্ষীদের বাড়বাড়ন্তে অতিষ্ঠ রোগী থেকে রোগীর আত্মীয় পরিজন। তা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ সব জেনেও না জানার মত রয়েছেন। এখন দেখার বেসরকারি এই নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে রাজ্যের প্রশাসন কি ভূমিকা নেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service