জনতার কলম, ত্রিপুরা, উদয়পুর প্রতিনিধি :- গোটা দেশজুড়ে বর্তমানে মহামারীর কঠিন সময়ে দাঁড়িয়ে সোমবার সকালে উদয়পুরে সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠিত হয় উদয়পুর ভগিনী নিবেদিতা বিদ্যালয়ের কনফারেন্স হলে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর এর উদ্যোগে। প্রদীপ জ্বালিয়ে যোগা দিবসের শুভ উদ্বোধন পরিবহনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, গোমতী জেলার জেলা সভাধিপতি স্বপন অধিকারী, উদয়পুর পৌর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার এবং ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর এর আধিকারিক মিহির শীল সহ আরো অনেকে। অপরদিকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উদ্যোগে উদয়পুর ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গণে যোগা দিবস অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক রামপদ জমাতিয়া, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আধিকারিক সহ অন্যান্যরা। এই দুইটি অনুষ্ঠানে যোগব্যায়ামে অংশগ্রহণ করেন মন্ত্রী সহ বিধায়কগণ। যোগা দিবসে বক্তব্য রাখতে গিয়ে পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন যোগা এর আগেও ভারতবর্ষে ছিল। কিন্তু তা প্রচারের আলোতে কখনোই আসেনি। ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমেই যোগ দিবস সামনে আনার জন্য উদ্যোগ গ্রহণ করেন এবং ২০১৫ সাল থেকে ভারতের প্রধানমন্ত্রী যোগ দিবস শুরু করেন। এই বিশাল ভারতবর্ষে যোগা দিবস বিভিন্ন রাজ্যের প্রতিটি জেলায় জেলায় আজকের দিনে পালন করা হচ্ছে। শুধু তাই নয় গোটা বিশ্ব ভারতের এই যোগা দিবস কে আন্তর্জাতিকভাবে যোগা দিবসের স্বীকৃতি দিয়েছে। তাই একমাত্র সফল হয়েছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কারণে। উনার একান্ত চেষ্টায় আজকের দিনে একুশে জুন গোটা বিশ্বে পালন করা হচ্ছে আন্তর্জাতীক যোগা দিবস। মন্ত্রী বলেন যদি কোন মানুষ প্রতিদিন যোগ ব্যায়াম করেন তাহলে শরীর ও মন দুইটি ভালো থাকে। শারীরিকভাবে সুস্থ থাকতে সাহায্য করে এর যোগ ব্যায়াম। বর্তমান সময়ে দাঁড়িয়ে কর্ম ব্যস্ততার মধ্যে মানুষ তার শরীর গঠনের দিক দিয়ে একেবারে সময় দিতে পারছে না। তার কারণে বিভিন্ন রোগ শরীরে বাসা বাধতে শুরু করেছে । এর ফলে অল্প সময়ের মধ্যেই মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে। তাই প্রতিদিন যোগব্যায়ামে নিজেকে অভ্যাসে পরিণত করতে হবে। তাহলে সুন্দর মন ও শরীর গড়ে উঠবে একটি মানুষের। একুশে জুন আজকের এই দিনে গোমতী জেলার উদয়পুরের বিভিন্ন জায়গায় এই যোগ দিবস পালন করা হচ্ছে। এদিন পর্যটনমন্ত্রী ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। যোগ দিবস কে কেন্দ্র করে এই দুইটি অনুষ্ঠানেই ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
Leave feedback about this