2025-01-09
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

কালাকানুন বাতিল করে নাগরিকদের জন্য সুষ্ঠ আইন প্রণয়ন করা হোক : ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দ

এন আর সি, সি এ এ , এন পি আর নিয়ে ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে বৃহস্পতিবার রাজধানীর গেদু মিয়া মসজিদে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় , বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুফতি তৈয়িবুর রাহমানসহ অন্যান্য কর্মকর্তারা। গত 21 ও ২২শে ফেব্রুয়ারী জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে মুম্বাই আজাদ ময়দানে এক সমাবেশ করা হয় । সমাবেশে বিভিন্ন ধর্মের ব্যক্তিবর্গ এবং ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দলের প্রতিনিধিরা এন আর সি , সি এ এ , এন পি আর নিয়ে বক্তব্য রাখেন। তাদের দাবি হলো দেশের গণতন্ত্রের উৎকর্ষতা বৃদ্ধির জন্য কাজ করা , ভারতের সংবিধানের ছায়া তলে মানবতার উপর ভিত্তি করে ধর্ম ভাষা এবং রং রূপের বৈষম্য না করে সব ধর্ম তথা সকল নাগরিককে ভয় ভীতি ও হীনমন্যতা থেকে মুক্ত করা এবং এন আর সি, সি এ এ , এন পি আর এর মতো কালা কানুনকে প্রত্যাহার করা ও এমন আইন তৈরী করা যাহাতে ভারতে বসবাসকারী কোন নাগরিক যাতে নাগরিকত্ব না হারায় এবং হয়রানির শিকার যাতে না হতে হয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service