জনতার কলম, ত্রিপুরা,উদয়পুর প্রতিনিধি :- ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের গোমতী জেলা কমিটির উদ্যোগে, ত্রিপুরা রাজ্য সরকার প্রদত্ত সাংবাদিকদের প্রেস জ্যাকেট বিতরণ অনুষ্ঠানটি শনিবার গোমতী জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এর কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের কৃষি, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমতী জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এর সিনিয়র ইনফরমেশন অফিসার মনোজ দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের গোমতী জেলা কমিটির সভাপতি ও সম্পাদক যথাক্রমে রতন দে ও দিলীপ দত্ত এবং প্রচার সম্পাদক বিপ্লব দে সহ আরো অনেকে।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন জেলা কমিটির সম্পাদক দিলীপ দত্ত। প্রেস জ্যাকেট বিতরণের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, রাজ্য সরকার সব সময়ই রাজ্যের সাংবাদিকদের প্রতি সহানুভূতিশীল। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের কাজের সুবিধার জন্য রাজ্য সরকার সাংবাদিকদের প্রেস জ্যাকেট প্রদান করা কর্মসূচি গ্রহণ করেছে। তিনি সাংবাদিকদের বর্তমান করোনা পরিস্থিতিতে সাবধানতার সাথে কাজ করে যাওয়ার পরামর্শ দেন। তাছাড়া সাংবাদিকরা যাতে সরকারের গঠনমূলক কর্মসূচি গুলি মানুষের সামনে তুলে ধরেন তার জন্যও আবেদন জানান। এছাড়াও বক্তব্য রাখেন গোমতী জেলার তথ্য-সংস্কৃতি দপ্তরের সিনিয়র ইনফরমেশন অফিসার মনোজ দেববর্মা ও ইউনিয়নের জেলা সভাপতি রতন দে। আজ দ্বিতীয় পর্যায়ে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের মোট ১৬ জন সাংবাদিকের হাতে প্রেস জ্যাকেট তুলে দেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
রাজ্য
সাংবাদিকদের প্রেস জ্যাকেট বিতরণ
- by janatar kalam
- 2021-06-05
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this