2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

অল ত্রিপুরা গভঃ ডক্টর্স এসোসিয়েশন এর উদ্দ্যোগে মন পাথর বাজারে মেগা সচেতনতা শিবির ও বিনামূল্যে মাক্স বিতরন করাহয়।

জনতার কলম ত্রিপুরা শান্তিরবাজার প্রতিনিধি :-করোনা ভাইরাসের মহামারির থেকে লোকজনদের সুরক্ষা প্রদানে প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করেযাচ্ছে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। স্বাস্থ্য দপ্তরের কর্মীরা চিকৎসার পাশাপাশি করোনা ভাইরাস থেকে লোকজনদের সচেতন করতে এগিয়ে আসলো। শনিবার দক্ষিন জেলার স্বাস্থ্য আধীকারিকের উপস্থিতিতে অল ত্রিপুরা গভঃ ডক্টর্স এসোসিয়েশন এর উদ্দ্যোগে শান্তির বাজার মহকুমার অন্তর্গত মনপাথর সাপ্তাহিক বাজারবারকে কেন্দ্রকরে মেগা সচেতনতা শিবির ও বিনামূল্যে মাক্স বিতরন করাহয়। বাজারে আগত ক্রেতা বিক্রেতাদের মধ্যে মাক্স বিতরন করাহয় তার পাশাপাশি করোনা ভাইরাস পতিরোধে কি কি সচেতনতা অবলম্বন করা প্রয়োজন তা নিয়ে সকলকে সচেতন করাহয়।করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতা অবলম্বন করে চলার জন্য লোকজনদের বিশেষ আহব্বান জানানোহয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিন জেলার স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জগদীশ নমঃ, শান্তির বাজার জেলা হাসপাতালের চিকিৎসক ডাক্তার শান্তুনু দাস সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীরা। আজকের এই কর্মসূচীর কথা সংবাদ মাধ্যমের সামনে জানান দক্ষিন জেলার স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জগদীশ নমঃ। স্বাস্থ্য দপ্তর কতৃক এই ধরনের কর্মসূচীর জন্য সকলে স্বাস্থ্য দপ্তরকে সাধুবাদ জানান।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service