2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে যুব কংগ্রেসের বিক্ষোভ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- গোটা দেশের সাথে আমাদের রাজ্যের মানুষও এই মহামারীর দরুন অবস্থা নাজেহাল। এর মধ্যে আবার পেট্রোল ডিজেলের দাম দিন দিন ক্রমশ বেড়েই চলছে , যার ফলে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে ছোট বড় যানচালক থেকে শুরু করে নিত্য দিনের যাত্রীরা। এর পাশাপাশি এই মহামারীর পরিস্থিতিতে যখন সাধারণ মানুষের উপার্জনের কোন রাস্তায় নেই সেই সময় নিত্য দিনের প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ঘটেছে যার ফলে সাধারণ মানুষের মাথায় ব্রজ্যপাত ঘটেছে। তারই পরিপ্রেক্ষিতে শনিবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে যুব কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং এদিন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাস বক্তব্য রাখতে গিয়ে বলেন এসব কিছুর পরেও সরকার ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছেন। আন্তর্জাতিক বাজারে যে জায়গায় পেট্রোল ডিজেলের মূল্য কম রয়েছে সে জায়গায় আমাদের দেশের সরকার মূল্য হ্রাস না করে বৃদ্ধি করেই চলছে যার দরুন আমাদের রাজ্যে ৯৬ টাকা এবং অন্যান্য রাজ্যে ১০০ টাকা পেরিয়ে গেছে ও সরকার যদি এ বিষয়ে কোন ইতিবাচক ভূমিকা গ্রহণ না করেন তাহলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে অভিমত ব্যাক্ত করলেন তিনি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service