জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস। সারা দেশের সাথে রাজ্যে এই দিনটাকে সামনে রেখে পালন করা হয় চারটি সংগঠনের পক্ষ থেকে। এই দিনকে সামনে রেখে সারা ভারত কৃষক সভা, খেতমজুর ইউনিয়ন, সি আই টি ইউ, ও ছাত্র যুব সংগঠন মিলে ভানু ঘোষ স্মৃতি ভবনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন এবং আন্দোলনের কর্মসূচির অঙ্গ হিসাবে কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী আইনের বিল পুড়িয়ে দেন। এদিন উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর, সভাপতি অঘোর দেববর্মা, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রমা দাস সহ আরো অন্যান্যরা। দেশের কেন্দ্রীয় সরকার যে কৃষি বিরোধী কালো আইন লাগা করেছেন তা প্রত্যাহার করার জন্য যে আন্দোলন কর্মসূচি সারা ভারতবর্ষজুড়ে বিগত অনেক মাস ধরে চলে আসছে, এই আন্দোলনের ধারা কে আগামী দিনে আরও বেশি করে মজবুত করে বামপন্থী সংগঠনগুলোর ডাকা জোরদার আন্দোলন নামার কথা বললেন সারা ভারত কৃষক সভার সভাপতি ও অঘোর দেববর্মা। দেশের সরকার কৃষকদের প্রতি যে অহিংস নীতি লাঘু করতে চলেছেন তাতে করে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হবে তাই বামপন্থী সংগঠনগুলো এ আইন বাতিলের তীব্র বিরোধিতা করে যাচ্ছেন।
janatar kalam Blog রাজ্য কৃষক বিরোধী কালো আইন প্রত্যাহারের দাবিতে কৃষক বিল পুড়িয়ে দিল বামপন্থী এআইকেএস, খেতমজুর ইউনিয়ন, সি আই টি ইউ, ও ছাত্র যুব সংগঠন
Leave feedback about this