2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বটতলা বাজার ব্যবসায়ীর দোকান ও বাড়ি থেকে অবৈধভাবে মজুত নেশা সামগ্রী ও নগদ অর্থ উদ্ধারে সক্ষম রাজ্য পুলিশ প্রশাসন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- সমীর বণিক নামে বটতলা বাজার ব্যবসায়ীর দোকান ও বাড়ি থেকে অবৈধভাবে মজুত ওষুধ ও নগদ নগদ আদায়ের বিষয়টি নিয়ে আগরতলা পশ্চিম পিএসে সংবাদ সম্মেলনের আয়োজন করেন অতিরিক্ত এসপি ইঙ্গেশ্বর রেড্ডি। এদিন সংবাদমাধ্যমকে তিনি জানান পুলিশের ২ টি দলের নেতৃত্বে এবং এডি নগরে বটতলা বাজার ব্যবসায়ী সমীর বণিকের বাড়িতে এবং বটতলা বাজারে তার দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধভাবে সঞ্চিত ট্যাবলেট উদ্ধার করে। এডি নগর পিএস পুলিশ ওই বাড়িতে অভিযান চালায় এবং বাটতলা বাজারে তার দোকানে পশ্চিম পিএস, পুলিশ অভিযান চালায় এবং তার বাড়ি থেকে ১৩ গ্রাম ব্রাউন সুগার, ১৫০ ইয়াবা ট্যাবলেট এবং ৫ 57২.৯ গ্রাম স্বর্ণালঙ্কার জব্দ করা হয়েছিল। এছাড়াও সমুদ্র বণিকের বাড়ি ও দোকান থেকে ভারতীয় মুদ্রা 75, 87,260 লক্ষ এবং বাংলাদেশী মুদ্রার আরএস 44, 808 পাওয়া গেছে। তবে পুলিশ বাংলাদেশি মুদ্রা শুল্কের হাতে তুলে দিয়েছে।বলে জানান।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service