জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আমতলী পিএসের পুলিশ গতকাল রাত ২ টার দিকে বেলাবর এলাকায় দুই যুবকের কাছ থেকে ৪০,০০০ টাকার জাল নোট উদ্ধার করেছে।
জানা গেছে, আমতালি পিএস নকল মুদ্রার স্টক সম্পর্কে গতকাল ভোর ৫ টার দিকে গোপন তথ্য পেয়েছিল। এই গোপন তথ্যের ভিত্তিতে আমতলী পিএসের পুলিশ সিভিল পোশাক পরে বেলাবর এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে। পুলিশ দুই যুবকের কাছ থেকে ৪০,০০০ টাকার নকল নোট উদ্ধার করেছে এবং গ্রেপ্তারকৃত যুবকদের কাছ থেকে ২০০০ এর ২০ টি নোট জব্দ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া যুবকের একজন ফুলতলী রাজেশ্বরীনগর এবং অন্য একজন মাটিঙ্গারে বাস করছেন। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে।
রাজ্য
দুই যুবকের কাছ থেকে ৪০,০০০ টাকার জাল নোট উদ্ধার
- by prasenjit
- 2021-06-05
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this