2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

কল্যাণী দে ফাউন্ডেশন এর উদ্যোগে পুলিশের হাতে তুলে দিলেন করোনা সুরক্ষা সামগ্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-কল্যাণী দে ফাউন্ডেশন এর উদ্যোগে একের পর এক কর্মসূচি হাতে নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে সংবাদমাধ্যমের কর্মীদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে করোনা মহামারীর মোকাবেলার জন্য সুরক্ষা সামগ্রী বিগত দিনে তুলে দিয়েছিলো ফাউন্ডেশন । তাঁরই অঙ্গ হিসেবে প্রশাসনের কর্মীদের কথা মাথায় রেখে আজ রাজধানীর পশ্চিম ও পূর্ব আগরতলা থানায় পুলিশ কর্মীদের হাতে করোনা প্রতিরোধে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেয় স্যান্দন পত্রিকার এমডি অভিষেক দে । তাতে পুলিশ কর্মীদের মুখে খুশির বার্তা পরিলক্ষিত হলো। তবে এই ধরণের কর্মসূচি আগামী দিনেও জারি থাকবে বলে জানান অভিষেক দে মহোদয় ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service