জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহামারীর পরিস্থিতিতে রাজ্যের গরিব অংশের খেঁটে খাওয়া মানুষদের নাজেহাল অবস্থা। তাদের এ অবস্থা পরিলক্ষিত করে জনস্বার্থে এগিয়ে এসেছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সংগঠন। তাছাড়া এগিয়ে এসেছেন বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিত্ব ও। এবার এই মহামারীতে যুব কংগ্রেসের সভাপতিকে দেখা গেলো অন্য ভূমিকায় , মহামারী চলাকালীন রাজ্যের বিভিন্ন প্রান্তে গরিব মানুষদের মধ্যে বাড়ির রান্না করা খাবার পরিবেশনের উদ্যোগ নিয়েছেন। তারই অঙ্গ হিসাবে রাজধানীর অন্যতম হাসপাতাল হাঁপানিয়াস্থিত টিএমসি হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও অন্যান্যদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয় , উপস্থিত প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাসও। আজ এই মহান উদ্যোগের ষষ্ঠ দিনে পা দিলো। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি পূজন বিশ্বাস বলেন করোনা মহামারীর ফ্রন্টলাইনে ওয়ারিয়র থেকে শুরু করে করোনা চিকিৎসায় না নিয়োজিত চিকিৎসক ও প্রশাসনের কর্মীদের মধ্যেও এই খাবার পরিবেশিত হচ্ছে বলে। কেননা এটা পূর্ব পরিকল্পিত ছিল যে মহামারীর পরিস্থিতিতে গরিবদের পাশে থাকবে যুব কংগ্রেস তারই পরিপ্রেক্ষিতে আজ এই কর্মসূচি বলে অভিমত ব্যাক্ত করেন। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় কর্মী ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যায়।
janatar kalam Blog রাজ্য টিএমসি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের মধ্যে খাবার বিতরণ যুব কংগ্রেসের পক্ষ থেকে
Leave feedback about this