2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

তেলিয়ামুড়ায় “তিপ্রা মথা ” ও “IPFT”-র সংঘর্ষে গুরুতর আহত ৫ জন ।।

তেলিয়ামুড়া প্রতিনিধি :- করোণা অতিমারির দাপাদাপি রুখতে রাজ্যজুড়ে সরকার কর্তৃক কঠোর নির্দেশানুক্রমে “করোণা কারফিউ” জারি থাকা সত্ত্বেও আজ বুধবার সকাল আনুমানিক ১১ টা নাগাদ আচমকা তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামী RD ব্লক চত্বর ও তেলিয়ামুড়ার হদ্রাই ADC ভিলেজ এলাকায় সম্প্রতি রাজ্য স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনে এককভাবে জয়ী হওয়া তিপ্রা মোথা দলের ক্ষমতা দখলকে কেন্দ্র করে আজ বুধবার হঠাৎ তেলিয়ামুড়ার মুঙ্গিয়াকামী ব্লক এবং হদ্রাই এলাকাতে শাসক বিজেপির শরিক দল “IPFT” ও “তিপ্রা মোথার” কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটে । এক সময় এই সংঘর্ষের জেরে তেলিয়ামুড়ায় নিমেষের মধ্যেই অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় । এই সংঘর্ষে আজ উভয় দলেরই বেশ কয়েকজন কর্মী-সমর্থক গুরুতর আহত হয়েছেন । খবর যায় মুঙ্গিয়াকামী ও তেলিয়ামুড়া থানায় । খবর পেয়ে পুলিশ ও TSR বাবুরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে । যদিও এখনও পর্যন্ত মোতায়েন রয়েছে বিশাল TSR ও পুলিশবাহিনী । পরিস্থিতি থম থমে । উল্লেখ্য, এইদিকে এই সংঘর্ষের জেরে গুরুতর আহতদেরকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্সে করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় উন্নত চিকিৎসার জন্য । বর্তমানে তাদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে । উল্লেখ্য, একসময় আজকের এই “তিপ্রা মোথা” কর্তৃক এই অগ্নিগর্ভ পরিস্থিতির খবর ত্রিপুরা সরকারের বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া ও ত্রিপুরা সরকারের মুখ্যসচেতক কল্যাণী রায় পেয়ে সাথে সাথেই তাঁরা তড়িঘড়ি করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ছুটে আসেন নিজ কর্মী-সমর্থকদের খোঁজখবর নেওয়ার জন্য । পাশাপাশি ছুটে আসেন তেলিয়ামুড়া মহকুমা শাসক ভাস্বর ভট্টাচার্য্যী সহ এক প্রতিনিধি দল । এইদিকে আবার সাংবাদিকদের সাথে এই বর্বরোচিত ঘটনার পরিপ্রেক্ষিতে এক সাক্ষাৎকারে ত্রিপুরা সরকারের বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া জানান, — বর্তমানে সম্প্রতি রাজ্য স্ব-শাসিত জেলা পরিষদ তথা ADC নির্বাচনে এককভাবে জয়ী হওয়া মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের “তিপ্রা মোথা” দলের মধ্যে নেই কোন শৃঙ্খলা । পাশাপাশি এই দলটি চালানোর জন্য নেই কোন সুনির্দিষ্ট ব্যক্তিত্ব । এছাড়াও আরও অন্যন্য সব নিয়ে একপ্রকার তীব্র ক্ষোভ ব্যক্ত করলেন তিনি “তিপ্রা মোথা” দলের প্রতি । এছাড়াও তিনি আরও জানান, আজকে “তিপ্রা মোথা” কর্তৃক এই বর্বরোচিত ঘটনার পরিপ্রেক্ষিতে যারাই এই ঘটনার সাথে উপরুক্ত ভাবে যুক্ত পরবর্তীতে অফিসের CCTV ফুটেজের মাধ্যমে তাদের চিহ্নিত করে থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে । পাশাপাশি দোষীদের উপযুক্ত কঠোর শাস্তির ব্যবস্থাও করবে বলে তিনি মতামত ব্যক্ত করেন ।।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service