2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

কোটি টাকার ফেন্সিডিল পুলিশের জালে আটক

জনতার কলম, ত্রিপুরা, তেলিয়ামুড়া প্রতিনিধি : “করোণা কারফিউ”তে ও থেমে নেই রাজ্যের নেশা-কারবারিদের নেশার রমরমা বাণিজ্য । প্রায় প্রতিদিনই কোথাও-না-কোথাও বিশাল পরিমাণে অবৈধ গাঁজা সহ ফেন্সিডিল ও হিরোইন সহ বিভিন্ন নেশা সামগ্রী বহিঃরাজ্যে পাচারের সময় পুলিশের হাতে আটক হচ্ছেই । কোনভাবেই যেন নেশা-কারবারীদের রমরমা বাণিজ্যকে লাগাম টানা সম্ভবপর হচ্ছে না । মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব-র নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে এই নেশা-বিরোধী অভিযানে নেমে ফের একবার বিরাট সাফল্য অর্জন করে মুঙ্গিয়াকামী থানার পুলিশ বাবুরা । ঘটনা আজ রবিবার সকাল আনুমানিক ৮ টা ১০ মিনিট নাগাদ মুঙ্গিয়াকামী থানার পুলিশ বাবুরা নিত্যদিনের মতোই মুঙ্গিয়াকামী থানাধীন ৩৭ মাইল এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়কের পাশে ভেহিকেল চেকিং করতে বসে । আর ঠিক এই সময়েই রাজ্যের শেষ সীমানা চোরাইবাড়ির শনিছড়া থেকে আগরতলার জিরানীয়ার উদ্দেশ্যে রওনা দেয় AS 01 DC 1315 নম্বরের একটি মালবাহী ট্রিপার গাড়ি । কিন্তু মুঙ্গিয়াকামী থানাধীন ৩৭ মাইল এলাকায় এই ট্রিপার গাড়িটি আসতেই এই গাড়িটিকে চেকিং করার জন্য মুঙ্গিয়াকামি থানার পুলিশ বাবুরা দাঁড় করায় । কিন্তু পরবর্তীতে কর্তব্যরত পুলিশ রঞ্জিত দাস ট্রিপার চালকের কথাবার্তাতে একটু অসঙ্গতি লক্ষ্য করায় সাথে সাথেই পুলিশ এই গাড়িটিতে উঠে চিরুনী তল্লাশি চালায় । তল্লাশি চালিয়ে মুঙ্গিয়াকামী থানার পুলিশ বাবুরা ঘটনাস্থলেই এই গাড়িটি থেকে গাড়ি ভর্তি প্রচুর পরিমাণ তথা ১৪,৪০০ বুতল ফেন্সিডিল উদ্ধার করে । সাথে সাথেই আটক করা হয় ট্রিপার গাড়ির চালক মানিক সরকার কে । জানা যায় তাঁর বাড়ি রানির বাজার এলাকায় । উল্লেখ্য, এইদিকে গোয়েন্দা সূত্রে জানা যায়, এই অবৈধ ফেন্সিডিলের বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা হবে । আজ রবিবার সাত-সকালে মুঙ্গিয়াকামী থানা পুলিশের এই বিরাট সাফল্যে গোটা রাজ্য তথা তেলিয়ামুড়াজুড়ে শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহলে খুশির বাতাবরণ বিরাজ করছে ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service