জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বলা বাহুল্য আদিম সংস্কৃতি ত্রিপুরায় ফিরে এসেছে, কারণ স্বরাষ্ট্র বিভাগটি ক্ষমতাসীন বিজেপি দলের হুলিগান সংস্কৃতিতে পরিণত হয়েছে। নির্লজ্জভাবে, গুন্ডাদের কোনও গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি, এটি ক্ষমতাসীন দল দ্বারা রাজনৈতিক হত্যা বা এটি প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপর আক্রমণই হোক। যখন কার্ফিউর কারণে লোকেরা বাসা থেকে বেরিয়ে যেতে অসমর্থ, আত্মহত্যা করে, অনাহারে মারা যায়, ব্যাংকের কিস্তির চাপ বা বেকারত্বের কারণে হার্ট-অ্যাটাক হয়, তখন বিজেপি পার্টির বাইক চালানো গুন্ডাদের কেন নিয়ন্ত্রণ নেই? এরা প্রতিনিয়ত রাজনৈতিক হিংসা চালিয়ে যাচ্ছে, বর্তমানে মহামারীর পরিস্থিতিতে সকলেই সামর্থমতো গরিব মানুষের পাশে থাকার উদ্দেশ্যে কিছু না কিছু উদ্যোগ গ্রহণ করছে এর মধ্যে পিছিয়ে বিরোধী বাং সংগঠন ও। কথা হল বামপন্থীদের মানবসেবামূলক কর্মসূচিকে কেন্দ্র করে অনেকেই প্রশংসায় পঞ্চমুখ যা দেখে নিজেদের রোষ সামলাতে পারলেন না শাসক বিজেপি দলের কর্মী সমর্থকরা। যার পরিপ্রেক্ষিতে রবিবার ডি ওয়াই এফ আই এর স্টেট সেক্রেটারী নবারুণ দেবের বাড়িতে কিছু দুষ্কৃতী বাহিনী ইটপাটকেল মদের বোতল দিয়ে ঢিল ছুঁড়ে আক্রমণ সংগঠিত করে এবং বিশ্রী ভাষায় গালিগালাজ করে। এই ঘটনার পর খবর দেওয়া হয় মহারাজগঞ্জ থানার পুলিশকে ও পুলিশ এসে ঘটনাটি তদন্ত করেছে। এদিকে নবারুণ দেবের পরিবারের লোকজন জানান কে বা করা এই ঘটনা সংগঠিত করেছে তাদেরকে চেনার উপায় নেই কেননা মুহূর্তের মধ্যেই এরা পালিয়ে যায় , তাছাড়া এর আগেও এধরণের আক্রমণ বহুবার সংগঠিত হয়েছে বলে জানান। সুতরাং রাজ্যে কোন আইন শৃঙ্খলা বিদ্যমান নেই এবং অপরাধ সম্পর্কিত তথ্য কেবল স্বৈরশাসকের শাসনামলে চালিত, নিরক্ষিত, নিপীড়িত, অনিবন্ধিত অপরাধের প্রতিফলন এবং আইন-শৃঙ্খলার নগ্ন বাস্তবতা আড়াল করার ব্যর্থ প্রচেষ্টাও চালানো হচ্ছে। তাই রাজ্যে প্রতিদিনই কোন না জায়গায় অপরাধ সংগঠিত হচ্ছে , রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আইনের শাসন মজবুত করার বার বার দাবি জানানোর পর ও এধরণের অপরাধ সংগঠিত হচ্ছে। এখন দেখার পুলিশ প্রশাসন এ ঘটনার পরিপ্রেক্ষিতে কি ধরণের পদক্ষেপ নেন।
janatar kalam Blog রাজ্য দিনেদুপুরে ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদকের বাড়িতে দুষ্কৃতীকারীর হামলা , ঘটনাস্থলে পুলিশ
Leave feedback about this