2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

আমাদের রাজ্যে রক্ত ​​নষ্টের শতাংশ খুব কম:- মানিক

জনতার কলম ত্রিপুরা আগরতলা ত্রিপুরা প্রতিনিধি :- সিপিআইএম যুগে আমরা যখন রক্তদান শিবির স্থাপন করতাম তখন তত্কালীন বিরোধী দল আমাদের বলত যে আমরা রক্ত ​​নষ্ট করছি। সারা বিশ্বে রক্ত ​​শিবির রয়েছে এবং প্রতি বছর রক্তের একটি অল্প শতাংশ নষ্ট হয় এবং এটি খুব স্বাভাবিক এবং অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যে রক্ত ​​নষ্টের শতাংশ খুব কম এবং রক্তের অভাবে কমপক্ষে কেউ মারা যায় নি কারণ আমরা প্রায়শই এই জাতীয় শিবির আয়োজন করেছি। ” রবিবার ভারতের ছাত্র ফেডারেশন সদর বিভাগের উদ্যোগে আগরতলা মেলার মাঠ ছাত্র-যুব ভবনে আয়োজিত এক রক্তদান শিবিরে প্রদান অতিথি হিসেবে উপস্থিত থেকে কথাগুলি বলেন বিরোধী দলনেতা মানিক সরকার। তাছাড়া বামপন্থী ছাত্র যুব সংগঠন রক্তদানের মোট কর্মসূচি প্রায়ই করে থাকেন রাজ্যের গরিব অংশের মুমূর্ষু রোগীদের কথা মাথায় রেখে। শুধু তাই নোই ছাত্র যুব সংগঠন রাজনৈতিক কর্মসূচি ছাড়া ও মহামারীর এই পরিস্থিতিতে নানা রকম সমাজ সেবামূলক কাজের মধ্য দিয়ে নিজেদের সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়ে যাচ্ছেন বলেও অভিমত ব্যাক্ত করেন তিনি এবং রাজ্য সরকারকে এক হাত নিয়ে তিনি “বর্তমান সরকার নিরর্থক যা মানুষকে রক্তদানের মতো মহৎ কর্ম থেকে বঞ্চিত করে”,বলে তীব্র ভাষায় কটাক্ষ করেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service