জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৈশাখ মাসের পূর্ণিমায় জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ। পরবর্তীকালে এই দিনেই তিনি বোধিপ্রাপ্ত হন। সেই কারণে এই দিনটি বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। ২৬ মে বুধবার গোটা বিশ্বজুড়ে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী। ধর্মীয় বিশ্বাস অনুসারে এদিনই জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধদেব। বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি হিন্দুদের কাছেও এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হিন্দু ধর্ম অনুসারে শ্রী বিষ্ণুর নবম অবতার হিসেবে গণ্য করা হয় গৌতম বুদ্ধকে। ৫৮৮ খ্রিস্টপূর্বাব্দের এই দিনে বুদ্ধদেব সাধনায় সিদ্ধিলাভ করেন এবং ৫৪৩ খ্রিস্টপূর্বাব্দের এই দিনে তিনি মহানির্বাণ লাভ করেন। তাই বৈশাখ মাসের এই পূর্ণিমা ‘বুদ্ধপূর্ণিমা’ নামে খ্যাত। তাছাড়া এই দিনটির মহত্ব তুলে ধরতে রাজধানীর বেণুবন বিহারের ভান্তে অক্ষয় আনন্দ বলেন বুদ্ধ পূর্ণিমা প্রধানত গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপ্রয়াণের অঙ্গ হিসাবে দিনটি একসাথে পালন করা হয় তাছাড়া যে সমস্ত ভক্তরা এসেছেন তাদের নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে আজকের দিনটি পালন করা হবে বলে জানান তিনি। পাশাপাশি জানা যায় এই বৈশাখী পূর্ণিমাতেই বোধি বা মহানির্বাণ লাভ করেছিলেন কপিলাবস্তুর রাজা শুদ্ধধনের পুত্র সিদ্ধার্থ। রাজপুত্র থাকা সত্ত্বেও রাজপরিবারের বিলাসবহুল জীবন ত্যাগ করে নেমে এসেছিলেন রাস্তায় । উপলব্ধি করেছিলেন প্রকৃত জীবনকে। বৈশাখী পূর্ণিমাতেই গৃহত্যাগী রাজকুমার বোধি লাভ করেন এবং তারপরই তিনি গৌতম বুদ্ধ নামে সর্বত্র পরিচিত হন। তিনি তথাগত নামেও পরিচিত ছিলেন। আড়াই হাজার বছর আগে বোধি জ্ঞান লাভ করার পর গৌতম বুদ্ধ তাঁর শিষ্যদের মধ্যে যে ধর্ম প্রচার করেছিলেন, তাই বৌদ্ধ ধর্ম নামে পরিচিত।
রাজ্য
যথাযথ মর্যাদায় রাজ্যে পালিত হল বুদ্ধ পূর্ণিমা
- by janatar kalam
- 2021-05-26
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this