জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- তিপ্রামথা যুব সংগঠনের আত্মপ্রকাশ ঘটল আজ। ইউথ তিপ্রা ফেডারেশন নামে তার আত্মপ্রকাশ ঘটে। মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনুষ্ঠানিকভাবে তার ঘোষণা করেন। এদিন মহারাজা বক্তব্য রাখতে গিয়ে বলেন করোনা মহামারীর পরিস্থিতিতে জাতি , ধর্ম দেখে রাজনীতি না করে সবার পাশে দাঁড়ানোই হল মূল কর্তব্য। গতকাল থেকে মহারাজা ১৫০ প্যাকেট খাদ্য গরিবদেড় মধ্যে বিতরণ শুরু করেছেন তাতে তিনি জিজ্ঞাসা করছেন না যে কে মুসলিম বা কে হিন্দু। সবার জন্য এগিয়ে আসতে হবে। তাছাড়া গতকাল রাতে টিপরামথার যুবকরা রাস্তার পাশে থাকা মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। কেননা আমরা জানি এই মহামারীর সময় জাতি ধর্ম নিয়ে রাজনীতি না করাটা শ্রেয় আর আমরা করবোও না। আর মহারাজা নিজের উদ্যোগে খুমূলুঙ হাসপাতালের অক্সিজেন অক্সিমিটারের ব্যবস্থা করছেন করোনা সংক্রমিত রোগীদের উদ্দেশ্যে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে খুমূলুঙ হাপাতালে চত্বরে অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের কথা ও জানালেন তিনি।
রাজ্য
মহামারী পরিস্থিতিতে জাতি ধর্ম নিয়ে রাজনীতি না করাটাই শ্রেয় – প্রদ্যুৎ
- by janatar kalam
- 2021-05-25
- 0 Comments
- Less than a minute
- 4 years ago




Leave feedback about this