2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

হিরোইন ও নগদ ৯০০০ টাকা সহ আটক এক যুবক

জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলছেন নেশামুক্ত ত্রিপুরা গড়ার আর এই মুখ্যমন্ত্রীর নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে রাজ্যকে কালিমালিপ্ত করতে একাংশ যুবক যেন মরিয়া হয়ে উঠেছে । উল্লেখ্য, এমনিতেই তেলিয়ামুড়া শহর নেশা-কারবারিদের আঁতুড়ঘরে পরিণত হয়ে রয়েছে । তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় অবাধে চলছে ড্রাগস ও হিরোইনের রমরমা বাণিজ্য । আর এই নেশা-কারবারীদের গোঁঢ়া একেবারেই ধ্বংস করতে পুলিশ রয়েছে ২৪ ঘন্টাই সজাগ । আর এই লক্ষ্যেই আজ রবিবার রাত প্রায় আনুমানিক ৭.৩০ মিনিট নাগাদ ফের একবার মুঙ্গিয়াকামী থানার পুলিশ বাবুদের হাতে আটক হয় নেশা-কারবারদীদের সাথে উতপ্রোতভাবে যুক্ত এক উপজাতি যুবক । জানা যায় আটককৃত ওই নেশা-কারবাড়ির নাম— ইঞ্জিন জমাতিয়া । ঘটনার বিবরণে জানা যায়, আজ রবিবার রাত প্রায় আনুমানিক ৭ টা ৩০ মিনিট নাগাদ মুঙ্গিয়াকামী থানাধীন শালবাগান এলাকায় ইঞ্জিন জমাতিয়া নামে এক উপজাতি যুবক ঘুরপাক করতে থাকে । ঠিক এমন সময় মুঙ্গিয়াকামী থানার ওসি দেবাজয় রিয়াং-র নেতৃত্বে মুঙ্গিয়াকামী থানার পুলিশ বাহিনী ওই উপজাতি যুবককে দেখে এগিয়ে এসে সন্দেহভাজন ভাবে তল্লাশি করতে থাকে । পরক্ষণে তল্লাশি চলাকালে মুঙ্গিয়াকামি থানার পুলিশ তাঁর কাছ থেকে ১০০ কোটা হিরোইন উদ্ধার করে । যার বাজারমূল্য প্রায় ১০ হাজার টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা যায় । এই খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘরি করে ছুটে আসেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া । পরবর্তীতে পুলিশ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করে নগদ (৯০০০) নয় হাজার টাকা সহ একটি মোবাইল ফোন । তবে আরও জানা যায় পুলিশের হাতে আটককৃত এই উপজাতি যুবক ইঞ্জিন জমাতিয়ার বাড়ি তেলিয়ামুড়ার হদ্রাই এলাকায় ।।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service