2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

মহৎ কর্মসূচি পালনে এগিয়ে ছাত্রযুবরা, অনুপ্রেরণায় বয়স্করা- মানিক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-বর্তমানে মহামারী পরিস্থিতিতে কোন মুমূর্ষু রোগী কিংবা করোণা সংক্রমিত ব্যক্তির যেন রক্তের অভাবে মৃত্যু না হয় সেদিকে লক্ষ্য রেখে বামপন্থী ছাত্র যুব সংগঠন রক্তদান শিবিরের মত মহান কর্মসূচি পালন করে চলছেন। তারই অঙ্গ হিসাবে রবিবার ডি ওয়াই এফ এবং এস এফ আই রামনগর অঞ্চল কমিটির পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার। এদিন মানিক সরকার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই একই জায়গায় ২ বছর পূর্বে ছাত্র সংগঠন এসএফআইয়ের আয়োজিত রক্তদান শিবিরে শাসক দলের দুষ্কৃতিদের আক্রমণের কথা স্মরন করিয়ে দেন। তাছাড়া তিনি বলেন এ ধরনের আয়োজন ছাত্রযুবরাই করবে বয়স্করা শুধু অনুপ্রাণিত করবে নিজেদের ঘরের ছেলে মেয়েদের এ ধরনের কর্মসূচি পালনের ক্ষেত্রে অনুপ্রেরণা দেবে এবং এক সপ্তাহ পূর্বে একই অনুষ্ঠানে তিনি অংশ নিয়েছিলেন এবং সেখানে তিনি আবেদন রেখেছিলেন এ ধরনের কর্মসূচি ধারাবাহিকতা বজায় রেখে পালন করার, আজ এক সপ্তাহ পরে এই কর্মসূচিতে অংশ নিতে পেরে খুশী ব্যাক্ত করেন পাশাপাশি রক্তদানে এগিয়ে আসা ও রক্তদাতাদের অভিনন্দন জানান এবং সুস্বাস্থ্য কামনা করেন। এদিনের কর্মসূচিকে ঘিরে ছাত্র-যুবদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service