2025-02-11
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

অটো ও টমটম চালকের বিবাদ কে কেন্দ্র করে পথ অবরোধ

জনতার কলম, ত্রিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :- অটো-চালকের মাফিয়া রাজকে কেন্দ্র করে দীর্ঘ ৩ ঘন্টা যাবৎ তেলিয়ামুড়া-অমরপুর জাতীয় সড়ক অবরোধ চলে তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ি এলাকায় । ঘটনা আজ শুক্রবার বেলা প্রায় আনুমানিক ১১ টা নাগাদ । উল্লেখ্য, প্রায়শই টমটম চালক ও অটোচালকদের বিবাদ সংবাদ শিরোনামে উঠে আসছে । আর আজ শুক্রবারেও এর ব্যতিক্রম হয় নি তেলিয়ামুড়া শহরে । ঘটনার বিবরণে জানা যায়, আজ শুক্রবার সকাল আনুমানিক ৮ টা নাগাদ তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতাল থেকে ২ জন মুমূর্ষ রোগীকে নিয়ে এক সঞ্জিত বনিক নামে এক টমটম চালক যার নম্বর (TR06 ER 0021) মানিক বাজার এলাকায় যায় । এরপর ওই টমটম চালক মানিক বাজার এলাকা থেকে তেলিয়ামুড়ায় ফেরার পথে মানিক বাজার এলাকায় তেলিয়ামুড়া অটো স্ট্যান্ডের-ই অটো চালক শঙ্কর সরকারের নেতৃত্বে কয়েকজন মাফিয়ারাজ কায়েমকারী অটোচালক টমটম চালক সঞ্জিত বণিককে রাস্তায় দাঁড় করিয়ে হেনস্থা করে ও টমটম নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেয় । শুধু মাত্র এখানেই শেষ নয় — পাশাপাশি ওই টমটম চালক সঞ্জিত বনিকের কাছ থেকে টমটমের চাবি নিয়ে টমটমটি মানিক বাজারে আটকে রাখা হয় এবং মানিকবাজার এলাকা থেকে ওই টমটম চালককে তেলিয়ামুড়ায় পায়ে হেঁটে ফেরত পাঠানো হয় । পরবর্তীতে এই ঘটনাটি টমটম চালক সঞ্জিত বণিক তেলিয়ামুড়ার সকল টমটম চালকদের কাছে জানালে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গেই সকল টমটম চালক একজোট হয়ে তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ি এলাকায় তেলিয়ামুড়া-অমরপুর জাতীয় সড়ক অবরোধ করে বসে । দীর্ঘক্ষণ তেলিয়ামুড়া-অমরপুর জাতীয় সড়ক অবরোধ চলার পর খবর আসে তেলিয়ামুড়া থানায় । খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছুয় এবং দীর্ঘক্ষণ দু-পক্ষের সাথে কথা বলার পর জাতীয় সড়ক অবরোধ মুক্ত করে । এইদিকে গোটা রাজ্যজুড়েই প্রতিদিনই টমটম ও অটো চালকদের মধ্যে ছোট বড়ো বিবাদ কোথাও-না-কোথাও লেগেই রয়েছে । বর্তমানে করোনা পরিস্থিতির জেরে যেখানে প্রশাসন কর্তৃক বারংবার বলা হচ্ছে প্রত্যেকের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরিধান করা । সেই জায়গায় দাঁড়িয়ে এই মহামারী পরিস্থিতিতে কিভাবে দীর্ঘ ৩ ঘন্টা জাতীয় সড়ক অবরোধ চলে ??? এই বিশৃঙ্খলা ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুভবুদ্ধি সম্পন্ন মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে !!

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service