জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার পশ্চিম জেলার পুলিশ সুপার ও সদর এস ডি পি ও সহ পুলিশ আই জি এম হাসপাতাল থেকে শুরু করে বটতলা বাজার সহ বিভিন্ন জায়গায় অভিযানে বের হন। অভিযানের মূল কারণ হলো কোভিড এপ্রোপ্রিয়েট বিহেভিয়ার রাস্তাঘাটে বাজারে দেখা যায় এখনো সাধারন মানুষ মাস্ক ছাড়াই ঘোরাফেরা করেন। সাধারণ জনগণকে সচেতন করাই ছিল মূল লক্ষ্য কিন্তু আবারও যদি দেখা যায় অভিযানে মাস্ক ছাড়াই ঘোরাফেরা চলছে তাহলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। বর্তমানে রাজ্যে যে হারে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে তাতে সাধারণ জনগণ থেকে শুরু করে কেউই এই সংক্রামক রোগ থেকে রক্ষা পাচ্ছেন না। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এর সংক্রমণ রোগ থেকে জনগণকে সচেতনতা করা এবং প্রত্যেক জনগণ যাতে মাস্ক স্যানিটাইজার এবং দূরত্ব বজায় রেখে চলাফেরা করে তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বিধি নিষেধ জারি করা হয়। রাজ্যের বাজারগুলো থেকে শুরু করে রাস্তাঘাট এবং শপিং মলগুলোর মধ্যে যেন মাস্ক ব্যবহার করা হয় তার জন্য পশ্চিম জেলার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এইবিশেষ অভিযান জারি থাকবে, এমনকি ওষুধের দোকানের ব্যবসায়ী ও অন্যান্যদের সাথে পশ্চিম জেলার পুলিশ সুপার বৈঠক করবেন বলে জানান। মহামারী করোনাভাইরাস সংক্রমণ রোগ যাতে রাজ্যে ছড়াতে না পারে তার জন্য জনগণকে মাস্ক স্যানিটাইজারসহ দূরত্ব বজায় রেখে চলার জন্য বলা হয়েছে। কিন্তু কতিপয় ব্যবসায়ী ও জনগণ সে গুলোকে তোয়াক্কা করছেন না তাই পশ্চিম জেলা পুলিশ সুপার জানান তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই ধরনের অভিযান প্রতিনিয়ত থাকবে বলে সংবাদমাধ্যমকে জানান।
janatar kalam Blog রাজ্য আই জি এম হাসপাতাল থেকে শুরু করে বটতলা বাজারসহ জায়গায় অভিযান করেন এসপি মানিক দাস
Leave feedback about this