2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

এলাকাবাসীর স্বপ্নপূরণ ফিতা কেটে ব্রিজ উদ্বোধন করলেন সুরজিৎ দত্ত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুক্রবার সকালে রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালিকাপুর, লঙ্কামুড়া রোডের বেইলি ব্রীজের উদ্ভোধন করেন এলাকার বিধায়ক সূরজিৎ দত্ত, উপস্থিত ছিলেন অন্যান্য আধিকারিকরাও এলাকার জনগণ। বিগত 25 বছর ধরে এই ব্রিজ দিয়ে এলাকার জনগণ অনেক কষ্ট সহ্য করে চলাফেরা করছিলেন। এলাকার জনসাধারণ ব্রিজের কারণে যোগাযোগের মাধ্যম পর্যন্ত হারিয়ে ফেলেছিলেন তাই ব্রিজ নতুন করে নির্মাণ করার জন্য সেই সময়ে এলাকার জনপ্রতিনিধিদের কাছে বারংবার গিয়েছিলেন, কিন্তু হবে হচ্ছে বলে কাটিয়ে দিলেন 25 বছর কিন্তু এলাকার জনসাধারণ ব্রিজ পেলেন না। বর্ডার গোল চক্কর এলাকার মধ্য দিয়ে এই ব্রীজের যোগাযোগ ছিল লঙ্কামুরা, কালিকাপুর, সানৃুমুড়া, উষা বাজার, জয়পুর, এসব এলাকার জনগণ এই ব্রিজের মধ্য দিয়ে যোগাযোগ করতে পারতেন কিন্তু ব্রিজ না থাকাতে তাদের অনেক সমস্যা সম্মুখীন হতে হয়েছে। রাজ্যে নতুন সরকার আসার পর এলাকার জনসাধারণ সবাই মিলে এলাকার বিধায়ক এর কাছে ব্রিজের সমস্যা নিয়ে অভিযোগ জানান তখন বিধায়ক এই ব্রিজ করে দেবেন বলে এলাকার জনসাধারণকে আশ্বাস দিয়েছিলেন। শুক্রবার সকালে জনগণের সেই আশ্বাস পূরণ করলেন এলাকার বিধায়ক সুরজিৎ দত্ত তিনি সহ অন্যান্য আধিকারিকরা মিলে ফিতা কেটে ব্রিজের উদ্বোধন করেন। ব্রিজ উদ্বোধন হবার পর এলাকার জনগণের মধ্যে খুশির আভাস দেখা দেয় তারা সংবাদমাধ্যমের সামনে বলতে গিয়ে জানান বিগত অনেক বছরের সমস্যা পূরণ করল এলাকার বিধায়ক তাই ওনাকে অসংখ্য ধন্যবাদ জানান। আগে এই জায়গাতে কাঠের ব্রিজ ছিল সেখানে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত কিন্তু বর্তমানে এই ব্রিজ অন্য জায়গা থেকে এখানে এনে বসিয়েছেন জনগণের কোনো সমস্যা হবে না বলে জানান ব্রিজের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। বর্ডার গোল চক্কর সহ জয়পুর,সানমুড়া, সহ উষা বাজার এলাকার সাথে যোগাযোগের ব্যবস্থা করে দিয়েছেন এলাকার বিধায়ক।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service