জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- তিনটি কৃষি আইন বাতিল, এবং বিদ্যুৎ বিল ২০২০ ও শ্রমিক বিরোধী আইন বাতিলের দাবি নিয়ে রাজ্যে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে এক কর্মসূচি হাতে নেওয়া হয়। কর্মসূচির অংশ হিসেবে খুশির উৎসব হোলির দিনে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে তিনটে কৃষি আইন পুড়িয়ে দেওয়া হয়। কেননা হোলি উৎসব খুশির হলেও কৃষকদের জন্য খুশির নয় কৃষকরা কৃষি আইনের প্রতিবাদে দীর্ঘদিন লড়াই-সংগ্রাম চালিয়ে আসছেন তাই তাদের ন্যূনতম অধিকারটুকু ফিরিয়ে দেওয়ার দাবিতে রাজ্য সংযুক্ত মোর্চার পক্ষ থেকে এই কর্মসূচি বলে জানান প্রাক্তন সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর। তাছাড়া যত দিন অবধি নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এই দাবিগুলি না মেনে নেবেন অর্থাৎ শ্রম বিরোধী কৃষক বিরোধী আইন গুলি প্রত্যাশা করেন ততদিন অবধি তাদের এই লড়াই-সংগ্রাম জারি থাকবে বলে জানান তিনি।
Leave feedback about this