2024-11-15
agartala,tripura
রাজ্য

ভাষার সঙ্গে ইকোনমিক সম্পর্ক রয়েছে : মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত হল মাতৃভাষার রাজ্যভিত্তিক কেন্দ্রীয় অনুষ্ঠান । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব , বাংলাদেশ বিধানসভার মুখ্য সচিব মহম্মদ অবদাস সহিদ, রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথসহ অন্যান্য অতিথিরা । অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে নিজের মাতৃভাষাকে দেশ বিদেশ সব জায়গায় সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন কেননা চীন , ফ্রান্স , জার্মানির লোকেরা রাষ্ট্রসংঘে গিয়ে নিজের ভাষায় বক্তব্য রাখে তো ভারত কেন বলবেনা , তাই ভারতের মাননীয় প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী দেশের , বিদেশের যেকোন জায়গায় গিয়ে সেখানকার মাতৃভাষায় ২ লাইনে হলেও কিছুটা বক্তব্য রাখার চেষ্টা করা থাকেন। মুখ্যমন্ত্রী আরো বলেন নিজের মাতৃভাষাকে সম্মান করলেই নিজের সম্মান আপনে আপ বেড়ে যাবে ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service