2025-01-11
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

মানুষের স্বার্থে রাজ্য সরকারের পক্ষ থেকে তিনদিনের বিশেষ টিকাকরণ কর্মসূচি- শৈলেশ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে ইতিমধ্যেই শুরু হয়েছে কোবিদ ভ্যাকসিন টিকাকরণ প্রক্রিয়া। বুধবার বিশ্ব টিবি দিবসে এক অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক শৈলেশ কুমার যাদব জানান পশ্চিম ত্রিপুরা জেলায় ৬০ বছরের উর্ধে ১ লক্ষ মানুষ রয়েছে যার মধ্যে ৬০ থেকে ৬৫ হাজার লোক পুর নিগম এলাকায় বসবাস করছেন এবং লক্ষ অনুযায়ী ৬০-৬৫ শতাংশ মানুষকে এই টিকা প্রদান করা। তারই পরিপ্রেক্ষিতে ২৪,২৫,২৬ তিনদিন বিশেষ টিকাকরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তাছাড়া বাকি ৪৫ থেকে ৬০ বছরের মধ্যে যারা রয়েছেন তাদেরকেও টিকা প্রদান করার ক্ষেত্রে রাজ্য সরকার ইতিবাচক ভূমিকা নিচ্ছেন বলে মত প্রকাশ করেন। পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র , সংস্থা , সংগঠন বিভিন্ন জায়গায় এই টিকা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার কাজ করছেনা বলে অভিমত ব্যাক্ত করেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service