জনতার কলম ত্রিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি:- এডিসি ভোটের মুখে ঘরের ছেলে ঘরে ফিরে এলো। সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া মঙ্গলবার দলীয় কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে বৈঠক করেন। এই সাংবাদিক সম্মেলনে সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া বলেন ১১নং মহারানী তেলিয়ামুড়া কেন্দ্রের সিপিআইএম দলের মনোনীত প্রার্থী ঝরনা দেববর্মা। তিনি অভিযোগ করে জানান দলীয় কর্মীরা ভোটের প্রচার চালাতে গিয়ে আইপিএফটি কর্মীদের দ্বারা বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন। যদিও বর্তমানে দলের কর্মীরা ভোট প্রচারে ব্যস্ত দলীয় প্রার্থীকে নিয়ে। এই সাংবাদিক সম্মেলনে মানিক বাজার এলাকার বিধান দেববর্মা মঙ্গলবার আইপিএফটি দল ত্যাগ করে সিপিআইএম দলে শামিল হয়। উল্লেখ্য থাকে এই বিধান দেববর্মা পূর্বে সিপিআইএম দলের বিভাগীয় সদস্য ছিল এবং প্রাক্তন MDC। গত কয়েক বছর পূর্বে বিধান দেববর্মা সিপিআইএম দল ছেড়ে আইপিএফটি দলে যোগদান করেছিলেন। এদিকে আইপিএফটি দল ত্যাগ করে আসা বিধান দেববর্মা আইপিএফটি দল সম্পর্কে বলতে গিয়ে এক হ্রাস ক্ষোভ উগরে দিলেন।
janatar kalam Blog রাজ্য ঘরের ছেলে ঘরে ফিরে এল, নির্বাচনী প্রচারে বাধাপ্রাপ্ত হচ্ছেন দল- হেমন্ত কুমার জমাতিয়া
Leave feedback about this