2025-01-11
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস নব প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষে এই অনুষ্ঠানের আয়োজন- রতন বিশ্বাস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-রাজধানীর বিজয় কুমার বালিকা বিদ্যালয় তথ্য সংস্কৃতি দপ্তর এর উদ্যোগে আয়োজিত হল ভারতবর্ষের স্বাধীনতা 75 বছর পূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন তথ্য-সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস। প্রদর্শনীতে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন বীর সেনা এবং বিপ্লবীদের চিত্র তুলে ধরা হয় সঙ্গে তুলে ধরা হয়েছে স্বাধীনতা সংগ্রামের জন্য তাদের আত্মত্যাগের বিষয়টিও। এদিন রতন বিশ্বাস বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান এই অনুষ্ঠানের মূল বিষয়বস্তু হল নতুন প্রজন্মকে ভারতের স্বাধীনতা সংগ্রামের বিপ্লবীরা দেশকে স্বাধীন করাতে কিভাবে নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন সে বিষয়ে অবগত করা। তাছাড়া আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন সংগ্রামীদের হৃদয়ে যে দেশ ভক্তি ছিল সে দেশ ভক্তি নতুন প্রজন্মদের মধ্যেও জাগ্রত হবে এবং দেশকে আরো উন্নততর করতে এরা অগ্রণী ভূমিকা নেবেন বলে আশা ব্যক্ত করেন। এদিনের অনুষ্ঠান টি কে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service