2025-01-12
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

স্ত্রী ও সন্তান হত্যার দায়ে দোষী সাব্যস্ত হল এক পিতা ও স্বামী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-বর্তমানে সমগ্র দেশের সাথে রাজ্যে ও নারীঘটিত অপরাধ দিন পর দিন বৃদ্ধি পেয়ে চলছে। বিভিন্ন সমাজসেবী শাখা সংগঠন থেকে শুরু করে শাসক এবং বিরোধী নারী সংগঠনগুলো নানা ধরনের আন্দোলন সংগঠিত করার ফলেও রাজ্যের প্রশাসন নিরব ভূমিকা পালন করে চলছেন। প্রশাসনের এধরণের অবহেলার কারনেই আরেকটি স্ত্রী এই নির্যাতনের শিকার হয়ে প্রান হারালেন। স্বামীর অবৈধ সম্পর্কের জন্যই স্ত্রীর প্রাননাশ হল বলে অভিযোগ ছিল মেয়ের বাবা সুনীল বিশ্বাসের, বাড়ি তেলিয়ামুড়া কৃষ্ণপুর এলাকায়। অবৈধ প্রেমের সাগরে এতটাই ডুবে গিয়েছিলেন রতন দাস যে নিজের সন্তানকেও হত্যা করতে পিছ পা হননি তিনি, যাই হোক সোমবার জেলা দায়রা আদালতে স্ত্রী ও নিজের সন্তানকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হলেন গুনধর রতন দাস। আদালত তাকে তিনটি সেকশনে দোষী সাব্যস্ত করছেন। যথাক্রমে ৪৯৮ ধারা অনুযায়ী ৩ বছরের সাজা এবং ৫ হাজার টাকা জরিমানা ও ৩০৪বি ধারা অনুযায়ী ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩০৬ অনুযায়ী ১০ বছরের সশ্রম কারাদণ্ডসহ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে অভিযুক্তকে। মহামান্য আাদালতের এই রাইয়ে খুশী ব্যাক্ত করলেন মেয়ের বাবা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service