2025-02-27
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

মহিলাদেরকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বদ্ধপরিকর রাজ্য সরকার এবং সেই লক্ষ্যে কাজ করছে সরকার- রতন চক্রবর্তী

জনতার কলম ত্রিপুরা, আগরতলা, প্রতিনিধিঃ- রাজধানীর আনন্দনগর ডিসি পাড়া এলাকায় ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতির পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী এবং প্রাক্তন চেয়ারপারসন পূর্ণিমা রায় সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা। এদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে অতিথিদের হাত দিয়ে পুরুষতান্ত্রিক সমাজে নিজেকে প্রতিষ্ঠিত পরে জীবন সংগ্রামে লড়াই করে নিজেকে সামনের দিকে এগিয়ে আনতে পেরেছেন এমন কয়েকজন মহিলাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী রাজ্যে বর্তমান সময়ে বা অতীতে নারীঘটিত অপরাধের গুলো তীব্র নিন্দা করেন এবং পুরুষতান্ত্রিক সমাজে আজকের নারীরা পিছিয়ে নেই পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিস-আদালতে নিজেদের কর্তব্য পালনে সচল রয়েছে এবং একটি সুপ্রতিষ্ঠিত সমাজ গড়তে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে অভিমত ব্যক্ত করেন। তাছাড়া এদের বিধায়ক রতন চক্রবর্তী বক্তব্য রাখতে গিয়ে নারীদের জঘন্য জায়গায় শ্রম বেশি করিয়ে মজুরি কম দেওয়া প্রতিবাদে নারীরা যে আন্দোলন সংগঠিত করেছিল সেই ইতিহাস তুলে ধরেন এবং একটি সুপ্রতিষ্ঠিত দেশ ও সমাজ গড়তে নারীদের যে অবদান রয়েছে তা প্রমাণ তুলে ধরেন। এদিনের অনুষ্ঠানে আদিবাসী মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service