জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলাঃ- শিবরাত্রি হচ্ছে হিন্দু শৈব সম্প্রদায়ের নিকট একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান। এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। মহাশিবরাত্রি হল হিন্দুধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব ‘শিবের মহা রাত্রি’। অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয়। অগণিত ভক্ত এইদিন শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পূজা করে থাকে। তারই পরিপ্রেক্ষিতে আজ আগরতলা শিব বাড়িতে শিবচতুর্দশী উপলক্ষে শিবের মাথায় জল, দুধ, ফুল, বেলপাতা দেওয়া হচ্ছে নিয়ম মেনে। এদিনটিকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গনে ভক্তগনের ভীর লক্ষ করা যায়। আজকের এই দিনে বহু মা এবং মেয়েরা পরিবারের মঙ্গল কামনায় ও সংসারে সুখ শান্তি যেন বজায় থাকে এই কামনায় ব্রত পালন করেন শিবের আরাধনায় ব্রতী হন। হিন্দু মহাপুরাণ তথা শিবমহাপুরাণ অনুসারে এইরাত্রেই শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহা তান্ডব নৃত্য করেছিলেন। আবার এইরাত্রেই শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল। এর নিগুঢ় অর্থ হল শিব ও শক্তি তথা পুরুষ ও আদিশক্তি বা পরাপ্রকৃতির মিলন। এই মহাশিবরাত্রিতে শিব তার প্রতীক লিঙ্গ তথা শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে জীবের পাপনাশ ও মুক্তির পথ দিয়েছিলেন। তাই এদিনেই সংসারের সমস্ত রকম প্রীড়া ও দুখ কষ্ট ত্যাগ করে সুখ লাভের আশায় এই দিনটিকে পালন করে থাকেন অগনিত ভক্তবৃন্দরা।
Leave feedback about this