2025-03-03
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

দলীয় রনকৌশল নিয়ে কার্যকর্তাদের সাথে বৈঠক করলেন কংগ্রেস নেতা ভূপেন কুমার বরুয়া

জনতার কলম,ত্রিপুরা, আগরতলা প্রতিনিধি :- সারা দেশে ৫ টি রাজ্যে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে। আর এই নির্বাচনকে কেন্দ্র করে দলীয় রণকৌশল তৈরি করতে ব্যাস্ত রাজনৈতিক দলগুলো। কেউ ময়দান ছেড়ে কথা বলতে নারাজ। এরমধ্যে ফ্যাসিবাদী বিজেপিকে পরাস্ত করতে উঠে পড়ে লেগেছে বিরোধী দলগুলো। তারই পরিপ্রেক্ষিতে কনা শুক্রবার গৌহাটি(109) বিঃপুরিয়া সমষ্টি বিধানসভা কেন্দ্রে ভারতের জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী, তথা প্রাক্তন বিধায়ক ভূপেন কুমার বৱা সমর্থনে লক্ষিম পুর কংগ্রেস কার্যালয়ে কংগ্রেস কার্যকর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন, এই বৈঠকে ভূপেন জি কিভাবে বিপুল ভোটে জয়লাভ করতে পারেন তার রণকৌশল নিয়ে আলোচনা করেন, এদিনের বৈঠকে কংগ্রেস নেতা রতন দাস রাজ্যে বিজেপি শাসনের ইতিহাস তুলে ধরেন এবং আসামবাসী যেন এ ভুল না করেন তার আহ্বান রাখেন এবং কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আবেদন রাখেন। এদিনের বৈঠকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল চন্দ্র রায়, ও কংগ্রেস নেতা রতন দাস উপস্থিত ছিলেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service