2025-02-28
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বর্তমানে রাজ্যে প্রতারকদের সরকার চালাচ্ছে বিজেপি- মানিক সরকার

জনতার কলম, ত্রিপুরা,উদয়পুর প্রতিনিধি:- বুধবার সিপিআইএম উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে টিটিএ এডিসি নির্বাচনে বামফ্রন্টের প্রার্থী দের জয়ী করার আহবানে এক মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এদিন এই মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা তথা পলিটব্যুরোর সদস্য মানিক সরকার। সাথে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক বাদল চৌধুরী, বিধায়ক রতন ভৌমিক, সিপিএম গোমতী জেলা সম্পাদক মাধব সাহা, সিপিএম উদয়পুর বিভাগীয় কমিটির সম্পাদক মানিক বিশ্বাস সহ প্রমুখ নেতৃবৃন্দ। এদিন মিছিলটি জামতলা স্থিত সিপিএম উদয়পুর বিভাগীয় কার্যালয় থেকে বের হয়ে সেন্ট্রাল রোড, মহাদেব বাড়ি কর্নার , নিউ টাউন রোড হয়ে পুনরায় জামতলা সিপি আইএম বিভাগীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর জামতলায় সামনে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখতে গিয়ে পলিটব্যুরো সদস্য মানিক সরকার বলেন বর্তমান রাজ্যে প্রতারকদের সরকার চালাচ্ছে বিজেপি, রাজ্যের মানুষ কাজ ও খাদ্যের দাবিতে রাস্তায় নামছে, মিথ্যা প্রলোভন দিয়ে 2018 সালে ক্ষমতার মসনদে বসে বিজেপি আইপিএফটি জোট সরকার। এদিন নাম না করে বিজেপি 2018 সালের ত্রিপুরার দায়িত্বে থাকা বিজেপি প্রভারি সুনিল দেওধর এর মিসকল এর চাকরি নিয়োগ নিয়ে কটাক্ষ করেন পলিটব্যুরোর সদস্য মানিক সরকার।
এইদিন সিপিএমের মহামিছিল এবং পথসভায় দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়। কিন্তু এই দিন উদয়পুরে বামফ্রন্টের সভা শেষে বাড়ি ফেরার পথে আক্রমণের শিকার হন বাম কর্মী সমর্থকরা। বেশ কয়েকজন বাম কর্মী সমর্থক আহত হয়ে বর্তমানে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। মানিক সরকারে সভা চলাকালীন সময় বাম কর্মীদের ওপর আক্রমণ করে দুস্কৃতিকারীরা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সিপিআইএম গোমতী জেলা সম্পাদক মাধব সাহা। এই হামলার ঘটনার জেরে উদয়পুর শহরে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। নামানো হয়েছে সিআরপিএফ বাহিনী। পরে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে গোমতী জেলা পুলিশ সুপার । পরে পুলিশি হস্তক্ষেপে শান্ত হয় গোটা পরিবেশ। কিন্তু এই দিন এই ধরনের হামলার ঘটনায় নিন্দার ঝড় বইছে রাজনৈতিক মহলে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service