2025-02-28
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

গণবস্থানের 33 দিন পেরিয়ে গেলেও সরকারের ভূমিকায় ক্ষোভ 10323 জয়েন্ট মুভমেন্ট কমিটি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যে চাকরীচ্যুত শিক্ষকদের গণঅবস্থান অতিক্রম করল 33 দিন। টানা 33 দিন কোন স্থানে বসে সম্প্রতি সময়ে নজির গড়লেন 10323 এর চাকরীচ্যুত রা। বৃহস্পতিবার চাকরীচ্যুত শিক্ষকরা ঘোষণা করেছে চাকরি নিয়েই ঘরে ফিরবে। স্থায়ী সমাধান না হলে গণঅবস্থান চলতে থাকবে। এই ধরনের অনুষ্ঠান দেশের অন্য কোন রাজ্যে শিক্ষকদের করতে হয়নি বলে দাবি করেছেন চাকরিচ্যুতদের নেতারা। এদিন গণঅবস্থান মঞ্চে কথা বলেছেন 10323 চাকরীচ্যুত শিক্ষকদের নেতৃত্বরা। 10323 চাকরীচ্যুত শিক্ষকদের বক্তব্য প্রশাসন যতদিন না পর্যন্ত বিকল্প কোনো ব্যবস্থা নেই ততদিন আন্দোলন চলতে থাকবে। গত 7 ডিসেম্বর থেকে গণ-অবস্থান চলছে 10323 এর তিনটি সংগঠন যৌথভাবে এ আন্দোলন করছে। 7 জানুয়ারির পর থেকে আন্দোলনের রূপরেখা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন আমরা 10323 এর নেত্রী ডালিয়া দাস। সামাজিক মাধ্যমে কি ধরনের কর্মসূচি নেওয়া উচিত তা জানতেও তিনি সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন। অন্যদিকে এডহ্যাক পে শিক্ষকদের পক্ষে কমল দেব জানিয়েছেন রাজ্য সরকার হাইকোর্টের রায়ের ভুল ব্যাখ্যা করেছে। 127 নং ধারা অনুযায়ী তাদের চাকরি যাওয়ার কথা নয়। শুধুমাত্র যাদের নামে মামলা হয়েছিল তাদের এই চাকরি যাওয়ার কথা। অথচ ছাঁটাই করে দেওয়া হয়েছে সবাইকে। একটা চক্রান্ত রায়ের সঠিক ব্যাখ্যা করে চাকরিতে পুনর্বহালের দাবি তুলেছেন তিনি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service