2025-02-27
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

মৃত তরুণ আইনজীবী ভাস্কর দেবরায়ের মাকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিলো ত্রিপুরা হাই কোর্ট

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- গত 7 ই মার্চ 2020 সালে পথ দুর্ঘটনায় আহত ভাস্কর দেবরায় রাজধানীর এজিএমসি হাসপাতালে চিকিৎসার অভাবে মারা গিয়েছেন। কেননা ভাস্কর দেবরায়কে হাসপাতালে নেওয়ার সময় বাহ্যিক কিংবা অভ্যন্তরীণ কোনো ক্ষত চিহ্ন ছিল না কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে বাহ্যিক ও অভ্যন্তরীণ অনেক ক্ষত চিহ্ন পাওয়া যায় তাতে প্রমাণিত হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ কোন চিকিৎসায় করেননি ভাস্কর দেবরায়ের। তাই উনার মৃত্যুর পিছনে রাজ্য সরকার ও হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী বলে উচ্চ আদালতে এর বিচার চেয়ে আইনজীবী পুলক আচার্য একটি মামলা দায়ের করেন। এই মামলার রায় হিসেবে আইনজীবিদের কথাই সত্যি যে তা প্রমাণিত হয় এবং আদালতের পক্ষ থেকে ভাস্কর দেবরায়ের মার হাতে ক্ষতিপূরণ হিসেবে 10 লক্ষ টাকা দেওয়ার আদেশ দেন উচ্চ আদালত বলে জানান আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। তাছাড়া ভাস্কর দেবরায়ের মা চাইলে দেওয়ানী আদালতে আবারো মামলা করতে পারবেন বলে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছেন। এ মামলায় আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো পরবর্তী সম্পন্ন বিচার হবে বলে জানিয়েছেন আইনজীবী পুরুষোত্তম রায়। পাশাপাশি তিনি এদিন হাসপাতালের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলে ধরেন বক্তব্যে। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন তরুণ আইনজীবীর পরিবারকে। এখন দেখার বিষয় এ মামলার জল কত দূর গড়ায়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service