2025-02-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

পশ্চিমবঙ্গে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপর আক্রমণের প্রতিবাদে জননেতা সুরজিত দত্তের নেতৃত্বে এক প্রতিবাদ মিছিল

জনতার কলম,ত্রিপুরা আগরতলা,প্রতিনিধি:-পশ্চিমবঙ্গে বিজেপি নেতা জেপি নাড্ডার উপর পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের আক্রমণের তীব্র প্রতিবাদ জানিয়ে রাজধানীতে বিধায়ক সুরজিৎ দত্তের নেতৃত্বে এক বিশাল মিছিল করা হয়। এদিনে মিছিল থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী কে এগিয়ে যাওয়ার জন্য বলেন এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গে জেপি নাড্ডার উপর আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা জানান। রাজ্য সরকারের যে বিধায়ক সবসময় প্রচারে আলোতে থাকতে ভালোবাসেন পশ্চিমবঙ্গে দলীয় বিধায়ক জেপি নাড্ডার উপর আক্রমণের ঘটনায় নিন্দা জানিয়ে মিছিল করে প্রচারে আলোতে আবারও এলেন। পাশাপাশি এ দিনের মিছিলে ৭রামনগর মন্ডল কমিটির মন্ডল সভাপতি তাপস দেব,মন্ডল সম্পাদিকা সুজাতা দেব সহ অন্নান্য কার্য্যকর্তারা উপস্থিত ছিলেন। তবে এইদিনের দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service