2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বায়ো টয়লেটের উদ্বোধন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়ের হাত ধরে

জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- রাজ্যের মধ্যে উদয়পুরে প্রথম উদ্ভোধন হলো বায়ো টয়লেটের। সোমবার উদয়পুর পুর পরিষদের উদ্যোগে এবং ওটিপিসি এর সি এস আর প্রকল্পের সার্বিক সহযোগিতায় উদয়পুরে প্রথম দুটি বায়ো টয়লেটের উদ্ভোধন হয়। এদিন উদয়পুর সেন্ট্রাল রোডে একটি এবং অপরটি উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে উদ্ভোধন হয়। এদিন দুটি অনুষ্ঠানের উদ্ভোধন করেন কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, ভাইস চেয়ারম্যান অনুপম চৌধুরী, উদয়পুর মহকুমা শাসক অনিরুদ্ধ রায়, বিশিষ্ট সমাজসেবী প্রবীর দাস, কামিনী কুমার দাস ওটিপিসির আধিকারিক তাপস ভৌমিক সহ পুর পরিষদের বিভিন্ন কাউন্সিলর গন। এই দুটি বায়ো টয়লেট স্থাপনের ফলে সাধারন মানুষের অনেকটাই সুবিধা হবে বলে সাধারণ মানুষের অভিমত।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service