2025-01-09
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

নিজ এলাকাতে নতুন বিধায়ককে পাশে পেয়ে মুখে হাসি ফুটল প্রাক্তন বিধায়কের

বনমালিপুর বিধানসভা এলাকার রামঠাকুর সংঘ ক্লাবের ৫৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজন করা হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বর্তমান বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ছিলেন বিধানসভার অধক্ষ্য রেবতী কুমার দাস এবং এলাকার প্রাক্তন বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ ক্লাব কতৃপক্ষরা। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভাষন রাখতে গিয়ে বলেন আয়ুষ্মান ভারত প্রকল্পে বিনা চাহিদার্থে ৫লাখ টাকা আপনার পকেটে রাখার ব্যবস্থা করেছি। এই প্রকল্প শুধু চিকিৎসার জন্য নয় হাসপাতাল গুলি মেরামতের জন্য এই প্রকল্পের চালু করা। পাশাপাশি তিনি আরো জানান কেন্দ্রীয় সরকারের নতুন বাজেটে ঘোষণা হয়েছে বিশেষ এক জেলার মধ্যে কোন জেলার জেলা হাসপাতালকে কেন্দ্র সরকার সহায়তা করবে, এর পরিপ্রেক্ষিতে খোয়াই জেলাতে কেন্দ্র সরকারের সহযোগিতায় জেলা হাসপাতাল নির্মাণের কথা বলেন তিনি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service